আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

গোয়াইনঘাট কলেজ ও ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণে অভিনন্দন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৩ ২২:০২:৪৬

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ গোয়াইনঘাট কলেজ ও জৈন্তাপুর উপজেলার ইমরান আহমদ মহিলা ডিগ্রি কলেজ সরকারিকরণ হওয়ায় গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন রাজনৈতিক, জনপ্রতিনিধি ও সুধী মহল এম.পি ইমরানকে অভিনন্দন জানিয়েছেন।

অভিনন্দন বার্তায় নেতৃবন্দরা বলেন, অবহেলিত উত্তর সিলেটের ওই ২ কলেজ সরকারিকরণ হওয়ায় শিক্ষা ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে। অত্রাঞ্চলের শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তনে এম.পি ইমরানের অবদান অনশ্বিকার্য। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দরা আরো বলেন, মাননীয় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও গণতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক ইচ্ছায় আমাদের উত্তর অঞ্চলের জনপদকে শিক্ষার ক্ষেত্রে আরো অগ্রসর করা হলো। তাই তারা প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ করে গোয়াইনঘাট কলেজের অধ্যক্ষ ফজলুল হকের সার্বিক প্রচেষ্ঠাকে নেতৃবৃন্দরা অভিনন্দন জানান।

গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউ.পি চেয়ারম্যান গোলাম কিবরীয়া হেলাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ও ইউ.পি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট জামাল উদ্দিন, সামছুল ইসলাম, সাবেক সভাপতি মনজুর আহমদ, সাবেক সাধারন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, ইউ.পি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, মোঃ আব্দুস সালাম, আমিনুর রহমান চৌধুরী, আরিফ ইকবাল নেহাল, শাহাব উদ্দিন শিহাব, মাহবুব আহমদ, খালেদ আহমদ, উপজেলা আওয়ামীলীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা, মাষ্টার ইসমাইল আলী, মোঃ শফিকুর রহমান, নজরুল ইসলাম নজু, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, মুজিবুর রহমান, কামরুল হাসান, এম. নিজাম উদ্দিন, মোঃ শহিদুল্লাহ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহমেদ মুস্তাকিন, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, সুভাস দাস, তাজ উদ্দিন, গোলাম কিবরীয়া রাসেল, মুজিবুর রহমান (লাইব্রেরী), উপজেলা ছাত্রলীগের সিনিয়র সভাপতি গোলাম রব্বানী সুমন, উপজেলা ছাত্রলীগ নেতা ইনছাদ হোসেন রাজিব, পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহিদ, সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুনিম, উপজেলা শ্রমিকলীগ নেতা ইমরান হোসেন সুমন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিছবাহ উদ্দিন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান আছাদ, সিনিয়র সহসভাপতি শাহজাহান সিদ্দিক সাবুল, যুগ্ম সম্পাদক মারুফুল হাসান মারুফ প্রমুখ অভিনন্দন জানান।

সিলেটভিউ২৪ডটকম/১৩ আগস্ট ২০১৮/এমএএম/এমকে-এম

@

শেয়ার করুন

আপনার মতামত দিন