Sylhet View 24 PRINT

কানাইঘাটে আইন শৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৩ ২৩:৩৪:১৫

কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাট উপজেলা আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা সোমবার সকাল ১০টায় উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

কমিটির সভাপতি নির্বাহী কর্মকর্তা তানিয়া সুলাতানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন- কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, পৌর মেয়র নিজাম উদ্দিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক জামাল উদ্দিন, জাপানেতা আলা উদ্দিন মামুন, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের  চেয়ারম্যান জেমসলিও ফারগুশন নানকা, দিঘীরপার  ইউনিয়নের চেয়ারমান আলী হোসেন কাজল, সাতবাঁক ইউনিয়নের  চেয়ারম্যান মস্তাক আহমদ পলাশ, সদর ইউনিয়নের চেয়ারম্যান মামুন রশিদ, কানাইঘাট থানার এসআই হুমায়ূন কবির, সুরইঘাট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হারুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহিউদ্দিনসহ কমিটির সদস্যবৃন্দ।

সভায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরু চুরি বন্ধে এবং আইনশৃংখলার উন্নয়নে পুলিশি টহল জোরদার এবং সীমান্ত এলাকায় চোরাচালানী ও অবৈধভাবে ভারত থেকে সীমান্ত এলাকা দিয়ে গরু-মহিষ আমদানী বন্ধে বিজিবি কে কঠোর প্রদক্ষেপ গ্রহনের আহবান জানানো হয়।


সিলেটভিউ২৪ডটকম/১৩ আগস্ট ২০১৮/এমআর/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.