আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় জাতীয় শোক দিবসের প্রচারণায় ছাত্রলীগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৩ ২৩:৪৪:২৫

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রচারণায় নেমেছে ছাত্রলীগ।

সোমবার (১৩ আগস্ট) দিনভর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত প্রায় এক হাজার পোস্টার বিভিন্নস্থানে লাগানো হয়েছে।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমেদ ও বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান আহমদের নেতৃত্বে এই পোস্টার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসনিক কার্যালয়, গাড়ি, বাসা-বাড়ির দেয়ালে লাগানো হয়েছে।  

এতে অন্যদের মধ্যে অংশ নেন উপজেলা ছাত্রলীগের সহ-সহসভাপতি ফরহাদ আহমদ, সহ-সম্পাদক সামছুজ্জামান সামি, বড়লেখা সরকারি কলেজ ছাত্রলীগের নেতা জুনেদ আহমদ, শিপার, আরেফ, সাইফুর, কামরুল ইসলাম প্রমুখ।

মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমেদ সোমবার রাতে মুঠোফোনে বলেন, আগস্ট মাস শোকের মাস। এ মাসে বঙ্গবন্ধু সপরিবারে ঘাতকদের হাতে নির্মমভাবে খুন হন। এ প্রজন্মের অনেকেই মাসটির গুরুত্ব সর্ম্পকে জানে না। সবার কাছে এ মাসের গুরুত্ব তুলে ধরতে আমরা এ উদ্যোগ নিয়েছি।’


সিলেটভিউ২৪ডটকম/১৩ আগস্ট ২০১৮/এজেএল/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন