আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

জাতীয় শোক দিবসে ওসমানী যাদুঘরে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৪ ১৬:৩২:৪৬

সিলেট :: জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ওসমানী জাদুঘরের উদ্যোগে  মঙ্গলবার বিকেলে জাদুঘর প্রাঙ্গনে এক  রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ক ও খ  এই ২টি বিভাগে রচনা প্রতিযোগিতায় সিলেট নগরীর ২৫টি মাধ্যমিক স্কুল ও কলেজের শতাধিক প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে।

এদিকে, মঙ্গলবার বিকেলে রচনা প্রতিযোগিতা পরিদর্শন করেন, সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী আতাউর রহমান, সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী আতাউর রহমান ও এমসি কলেজ বাংলা বিভাগে সহযোগী অধ্যাপক ড. সাহেদা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন ওসমানী জাদুঘর সিলেট-এর সহকারি কীপার মো. জিয়ারত হোসেন খান, ওসমানী আইডিয়াল ইন্টারন্যাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো.বাহাউদ্দিন, অধ্যক্ষ মো.মনিরুল ইসলাম, ফাহাদ আহমদ তানভীর তালুলকদার, ডা.শফিকুল ইসলাম, মো. শহিদুল ইসলাম প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৪ আগস্ট ২০১৮/প্রেবি এলএস

শেয়ার করুন

আপনার মতামত দিন