আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কমলগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে: ৫ দোকানে জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৪ ১৭:০৩:০৭

কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিনের নেতৃত্বে মঙ্গলবার ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।

জানা যায়, লাইসেন্স সংগ্রহ না করা, হোটেলে খোলা পরিবেশে অস্বাস্থ্যকর ভাবে খাদ্য বিক্রয় করা, মেয়াদ উর্ত্তীণ খাদ্য পণ্য বিক্রয় করা, খাদ্যপন্যের প্যাকেটের গায়ে নির্ধারিত মূল্য লেখা না থাকা, মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে শাহজালাল মিষ্টি ভান্ডারকে ১ হাজার টাকা, লিজা হোটেল এন্ড রেষ্টুরেন্টকে ১ হাজার টাকা, প্রভাতী হোটেলকে ১ হাজার টাকা, মেসার্স বাহা উদ্দিন এন্টারপ্রাইজকে ৩ শত টাকা, ইমান আলী ভেরাইটিজ ষ্টোরকে ৩ শত টাকাসহ মোট ৩ হাজার ৬ শত টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ সময় সহযোগীতায় ছিলেন কমলগঞ্জ থানার পুলিশ ফোর্স।


সিলেটভিউ২৪ডটকম/১৪ আগস্ট ২০১৮/জেএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন