আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীকে শক্তিতে পরিণত করতে হবে: ইমরান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৪ ১৮:০০:৫৯

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধুর শোক দিবসকে শক্তিতে পরিণত করে দলীয় কার্যক্রম আরোও গতিশীল করতে হবে।

তিনি গোয়াইনঘাট উপজেলা যুবলীগের উদ্যোগে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, সাধারন সম্পাদক ও আলীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও ইউ.পি চেয়ারম্যান লুৎফুর রহমান লেবু, ইউ.পি চেয়ারম্যান আব্দুস সালাম, আমিনুর রহমান চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহমেদ মুস্তাকিম, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, গোলাম কিবরিয়া রাসেল, সুভাস দাশ।

অপরদিকে বিকাল ৩টায় গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে পবিত্র ঈদ-ঊল- আযহা উপলক্ষ্যে বিশেষ ভি.জি.এফ চাল বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- এমপি ইমরান আহমদ।

নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. কামরুল হাসান আমিরুলের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আওয়ামীলীগ নেতা কামরুল হাসানের পরিচালনায় চাল বিতরনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলূল হক, ইউনিয়ন আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, আওয়ামীলীগ নেতা জৈন উদ্দিন, আপ্তাব মিয়া, ইউ.পি সদস্য রহিম উদ্দিন, খোয়াজ আলী, রইস মিয়া, নিজাম উদ্দিন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মিছবাহ আহমদ, আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান, আরিফ মাহমুদ শাহীন, আলাজুর রহমান প্রমূখ।

পরে ২০ কে.জি করে ভি.জি.এফ চাল ৩শতাধিক পরিবারের মধ্যে বিতরণ করেন অতিথিবৃন্দ।

এছাড়া সকাল ১০টায় গোয়াইনঘাট কলেজ সরকারীকরন হওয়ায় কলেজ শিক্ষার্থী, গভর্নিংবডি, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মীবৃন্দ ও সুশীল সমাজের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে মিষ্টিমুখ করানো হয়।



সিলেটভিউ২৪ডটকম/১৪ আগস্ট ২০১৮/এমএএম/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন