Sylhet View 24 PRINT

সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে সিলেট জেলা প্রেসক্লাবের শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৪ ১৯:০৯:১৬

সিলেট :: বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব ও দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

মঙ্গলবার এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাস পুরকায়স্থ ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, গোলাম সারওয়ার শুধুমাত্র একজন গণমাধ্যম ব্যক্তিত্ব ছিলেন না, তিনি বাংলাদেশের সাংবাদিকদের একজন অভিভাবকও ছিলেন। তাঁর মৃত্যুতে বাংলাদেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। এই ক্ষতি সহসা পূরণ হওয়ার মতো নয়।

সিলেটভিউ২৪ডটকম/১৪ আগস্ট ২০১৮/ইআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.