আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

ছাতকে বাল্য বিবাহ প্রতিরোধে পল্লী সমাজের র‌্যালী ও মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৪ ১৯:৩১:৫৭

সিলেট :: পল্লী সমাজের উদ্যোগে মঙ্গলবার সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সৈয়দেরগাও ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছাকলপাড়ায় বাল্য বিবাহ প্রতিরোধে র‌্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মহিলা ইউপি সদস্য সাদিকা বেগম, ইউপি সদস্য মো. শামসুল হক, নারী নেত্রী দিলারা বেগম, মিনারা বেগম, আছমা বেগম, সমাজসেবক খলিলুর রহমান। আরও উপস্থিত ছিলেন ব্র্যাক ছাতক শাখার কর্মকর্তা মাহবুবা আক্তার, রাশিদা বেগম কর্মসূচি সংগঠক (সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি) প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিকভাবে আন্দোলন গড়ে তোলার উপর জোর দেন। বাল্য বিবাহরোধে করণীয় ও বাল্য বিবাহের কুফল সম্পর্কে অভিভাবক ও কিশোদের মাঝে সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে উদ্যোগী হতে হবে। তাহলেই সমাজ থেকে বাল্যবিবাহ দূর করা সম্ভব। বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষের সহযোগিতা নিতে হবে।

সিলেটভিউ২৪ডটকম/১৪ আগস্ট ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন