আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

১৫ আগস্ট ইতিহাসের বিভীষিকাময় দিন: রনজিত সরকার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৪ ২০:৫০:৪৯

সিলেট :: সিলেট জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, সুনামগঞ্জ-১ আসনে মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট রনজিত সরকার বলেছেন, ১৫ আগস্ট ইতিহাসের বেদনাবিধুর ও বিভীষিকাময় এক দিন। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের এইদিন অতিপ্রত্যুষে ঘটেছিল ইতিহাসের সেই কলঙ্কজনক ঘটনা। সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সৈনিকের হাতে সপরিবারে প্রাণ দিয়েছিলেন স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন আল্লাহর অসীম কৃপায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা এবং কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। তিনিই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তিনি আরো বলেন, ১৫ আগস্টের শোককে শক্তিতে পরিনত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মঙ্গলবার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল বাসারের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি কলেজের সাবেক জিএস ফারুক আহমদ। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তাহিরপুর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান তারা, তাহিরপুর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু সুষেন বর্মন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন বিপক, মুক্তিযোদ্ধা মো. ইসমাঈল, মুক্তিযোদ্ধা আব্দুল করিম, মুক্তিযোদ্ধা মো. ফজর আলী, মুক্তিযোদ্ধা শামছু মিয়া, তাহিরপুর ছাত্রলীগের সহ-সভাপতি সুজিত সরকার সাকেব, উপজেলা আওয়ামী লীগের সদস্য ডা. ঘাবিবুর রহমান, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক হেলাল মিয়া, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আনিসুর রহমান, আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, বনিক সমিতির সাবেক ইসলাম উদ্দিন, দক্ষিণ বড়দল ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আজহারুল ইসলাম, ৬নং ওয়ার্ডের মেম্বার নুরুল আমিন প্রমুখ।

সিলেটভিউ/১৪ আগস্ট ২০১৮/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন