আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

উন্নয়নে সবাইকে নিয়ে কাজ করবো : সিকন্দর আলী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৮ ১৭:৩৪:১১

সিলেট :: সিলেট সিটি কর্পোরেশনের ১২ নং ওয়ার্ডের চার বারের নির্বাচিত কাউন্সিলর সিকন্দর আলীকে সংবর্ধনা দিয়েছে ভাঙ্গাটিকর এলাকাবাসী।

শুক্রবার রাতে রজনীগন্ধা সমাজ কল্যান সংস্থার উদ্যোগে সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর সিকন্দর আলী বলেন- এক সময়ের অবহেলিত শেখঘাট, কুয়ারপাড়, ভাঙ্গাটিকর এলাকার সর্বত্রই আজ উন্নয়নে পরিপূর্ণ। এবার আমরা শিক্ষায় উন্নত এলাকা গড়তে চাই। এ কারনে একটি সরকারী বয়েজ স্কুল নির্মাণ করা জরুরী। সেজন্য বয়েজ স্কুল নির্মাণের জন্য আমরা সবাই এক সঙ্গে কাজ করবো। পাশাপাশি এলাকার উন্নয়নে অতীতের মতো সবাই ঐক্যবদ্ধ থাকবো।

ভাঙ্গাটিকর এলাকার প্রবীন মুরব্বী ও ভুরু মিয়া জামে মসজিদের সেক্রেটারী মো. মেহবুব সিদ্দীকির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- লতিফা-শফি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ মহিউদ্দিন ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাজী ভুরু মিয়া জামে মসজিদের সহকারী মোতাওয়াল্লী সৈয়দ আলতাফ হোসেন, মসজিদের সহকারী সেক্রেটারী চান মিয়া, সাপ্তাহিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার পত্রিকার উপ সম্পাদক ফয়ছল আলম, প্রবাসী ব্যক্তিত্ব লিয়াকত আলী।

এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- রজনীগন্ধা সমাজ কল্যান সংস্থার সভাপতি সাজ্জাদ আলী সিদ্দিকী, দেলোয়ার হোসেন রাশেদ এমএ, কমেজ আহমদ, পলাশ আহমদ আশরাফ উদ্দিন, সুয়েব আহমদ, রাসেল আহমদ, সোহেল আহমদ, লায়েক আহমদ, রাজীব, ইমরান, আরমান, জাবু, লিমন, আবিদ, তৌফিক, হিছান, জাবেদ, মিজান, জুবের, ইমন ও মুরাদ প্রমুখ।


সিলেটভিউ২৪ডটকম/১৮ আগস্ট ২০১৮/প্রেবি এলএস


শেয়ার করুন

আপনার মতামত দিন