আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

দারিদ্রতা দূরীকরণে মাছ চাষের বিকল্প নেই: এমপি এহিয়া

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৮ ১৯:০১:১৭

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া বলেছেন, দারিদ্রতা দূরীকরণে মাছ চাষের বিকল্প নেই। তাছাড়া মাছ মানুষের শরীরে আমিষের চাহিদার বিরাট অংশ পূরণ করে। তাই আমাদের সবাইকে নিজেদের প্রয়োজনেই নিজ নিজ অবস্থান থেকে মাছ এগিয়ে আসতে হবে।

তিনি শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ২০১৮-১৯ অর্থ বছরের রাজস্ব খ্যাতের অর্থায়নে মাছের পোনা অবমুক্তকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। অনুষ্ঠানে রুই, কাতলা, মৃগেল, গনিয়া, কালী বাউস’সহ বিভিন্ন প্রজাতির ২৬০ কেজি মাছের পোনা ‘ উপজেলার বেলার হাওর ও আঙ্গুরা খালে’ অবমুক্তকরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সিনিয়র মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফ উদ্দিন, বিশ্বনাথ সদর ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী, সমাজ সেবা কর্মকর্তা আবু ইউসুফ, প্রাণী সম্পদ কর্মকর্তা আবদুস শহিদ, উপজেলা জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহবায়ক আবদুল হান্নান, একেএম দুলাল। এসময় জাতীয় পার্টি নেতা শরীফ উদ্দিন, প্রদীপ চন্দ্র দে’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ আগস্ট ২০১৮/পিবিএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন