Sylhet View 24 PRINT

শিশু ধর্ষণকারী দুলালের ফাঁসির দাবীতে সিলেটে মানববন্ধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৮ ১৯:৩৮:৩৬

সিলেট :: সিলেট জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়ন ও সিলেট মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির লিমিটেড এর যৌথ উদ্যোগে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকার কলবাখানিতে ৬ বছরের এক শিশুকে দোকানে ডেকে নিয়ে ধর্ষণ করার প্রতিবাদে এবং ধর্ষণকারী দুলাল এর ফাঁসির দাবিতে শনিবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সমানে এক মানববন্ধ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি হালিম আহমদ এর সভাপতিত্বে ও মহানগর সংবাদপত্র হকার্স সমবায় সমিতির সাধারণ সম্পাদক শাহ আলম এর পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কমরেড সিকান্দর আলী, সিলেট জেলা সভাপতি আবুল হোসেন, সুজন সিলেট জেলা কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী, বিশিষ্ট নারী নেত্রী মারিয়ান চৌধুরী, নারী মুক্তি সংসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভানেত্রী ইন্দ্রাণী সেন শম্পা, বাংলাদেশ মহিলা পরিষদ সিলেট জেলা সহ সভাপতি রিনা কর্মকার, তৃণমূল নারী উদ্যোক্তা সোইটির সিলেট জেলা সাধারণ সম্পাদক বিলকিস জাহান চৌধুরী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা সাধারণ সম্পাদক প্রমথেশ দত্ত, মহানগর সাধারণ সম্পাদক আব্দুল মালেক রাঢী, সদর উপজেলা সাধারণ সম্পাদক রজত কান্তি বিশ^াস, ছাত্র মৈত্রীর সিলেট জেলা সাধারণ সম্পাদক মাসুদ রানা চৌধুরী, সদস্য সিদ্দিকুর রহমান বিলাল, বাংলাদেশ নারী মুক্তিকেন্দ্র সিলেট জেলা আহবায়ক তামান্না আহমদ, হকার্স সমিতির সাবেক সভাপতি শাহ আলম, হর্কাসদের মধ্যে মোঃ আমির হোসেন, মামুনর রশিদ, বিজয় বাবু, সাইদুর রহমান, মোঃ জিয়া, আবু সালেহ, সুমন, আবুল হোসেন, দুয়েল, জমির, বাবলু, কুদ্দুছ, কুদরত, মুনির হোসেন, মতিন, হারুন অর রশিদ, ফয়সাল, শফিক দেওয়ান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষন একটি জঘন্যতম অপরাধ। বিশেষ করে যারা শিশুকে যে ধর্ষণ করে, তারা মানবতার দুষমন। এ ধরনের ব্যক্তি দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োজন। বক্তারা অবিলম্বে দুলালকে গ্রেফতার করেন আইনের আওতায় এনে ফাঁসি দেয়ার দাবী জানান। যাতে ভবিষ্যতে আর কোন শিশু ধর্ষিত না হয়।

সিলেটভিউ২৪ডটকম/১৮ আগস্ট ২০১৮/প্রেবি/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.