আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

‘পূজা পরিষদ কারো ব্যক্তিগত সংগঠন নয় যে, ব্যক্তিগত কাজে ব্যবহার করবেন’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৮ ২০:৩৫:৪৩

ওসমানীনগর প্রতিনিধি:: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি অরাজনৈতিক সংগঠন। কেউ যদি এ সংগঠন নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যস্তা থাকেন তাহলে তাকে পূজা পরিষদ থেকে বেরিয়ে যেতে হবে। এটি কারো ব্যক্তিগত সংগঠন নয় যে কারো ব্যক্তিগত কাজে পূজা পরিষদকে ব্যবহার করবেন। এ সংগঠন বাংলাদেশর সনাতন ধর্মাবলম্ভীদের সব চেয়ে বৃহৎ সংগঠন ও মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠা সংগঠনের মূল লক্ষ্য।

সিলেটের ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের বর্ধিত সভায় পূজা উদযাপন পরিষদের নেতারা তাদের বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন। শনিবার দুপুরে  উপজেলার রবিদাশ লালকৈলাশ দুর্গা মন্দির সংলগ্ন স্থানে সভার শুরুতে গীতা পাঠ করেন কীর্তনী সমর দাশ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিভুল দত্ত। সাধারন সম্পাদক উজ্জ্বল দাশ ও যুগ্ম সাধারণ সম্পাদক নেপুর গুনের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ভাষ্কর দত্ত, জয়ন্ত কুমার দেব, মনোজ দাশ, নান্টু দেব, নৃপেন্ড মালাকার, উপজেলা মহাজোট নেতা অনুলাল দে, তাজপুর ইউপি জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সমর বিজয় দেব, সহ-সভাপতি রুনু দেব রায়, সাংগঠনিক সম্পাদক বিজয় দেব, গোয়ালাবাজার সনাতন সংঘের সদস্য সজল দেব, ওসমানীনগর উপজেলা পূজা পরিষদের সহ সভাপতি শংকর সেন, রঞ্জু সুত্রধর (মেম্বার), সুবোধ সুত্রধর, সুদ্বীপ আচার্য্য, দয়ামীর ইউপি পূজা পরিষদের সভাপতি রস রঞ্জন দাশ, সহ-সভাপতি সমর দাশ, সাধারণ সম্পাদক নন্দ দেবনাথ, ওসমানীনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক অজয় দেব, সাংগঠনিক সম্পাদক দেব শেখর,  প্রচার সম্পাদক সুমন আচার্য্য, সদস্য সজিব পাল কৃষ্ণ, সহ দপ্তর সম্পাদক সংগ্রাম সুত্রধর, সহ-গণ সংযোগ সম্পাদক মনি মালাকার, সাংস্কৃতিক সম্পাদক পংকজ দেব, সহ-সাংস্কৃতিক সম্পাদক  রনিক পাল, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক সঞ্জিব দাশ (মিঠু), পশ্চিম পৈলনপুর ইউপি পূজা পরিষদের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র দেব, তাজপুর ইউপি পূজা পরিষদের সহ-সভাপতি সজল দেব, দয়ামীর ইউপি পূজা পরিষদের প্রচার সম্পাদক সঞ্জিত বৈদ্য, কোষাধক্ষ্য বাবুল, সদস্য বিষু শব্দকর, বুরুঙ্গা ইউপি সনাতন সমন্বয় কমিটির উপদেষ্টা নিকাশ আচার্য্য, যুগ্ম-সম্পাদক প্রবিন্দ্র সূত্রধর, উপজেলা ছাত্রযুব ঐক্য পরিষদের সহ-সভাপতি জয়ন্ত দেব জয়, রবিন দেব পিংকু, কোষাধক্ষ্য অমিত দেব অপু, সদস্য সঞ্জয় চন্দ্র লিমন, রাজন দেব, ঝুমুর দাস, গোয়ালাবাজার ইউপি পূজা পরিষদের প্রচার সম্পাদক মিকন দাশ, গোয়ালাবাজার জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শুভ দেব নয়ন, সহ-সভাপতি বাদল চক্রবর্তী, তেরহাতী পূজা মন্ডপের কোষাধক্ষ্য আকাশ দেব, খুকন সূত্রধর, গাভুর টিকি পূজা কমিটির সহ-সভাপতি সুবোধ সূত্রধর, সুষেন সূত্রধর প্রমূখ।
সিলেটভিউ২৪ডটকম/১৮আগস্ট২০১৮/আরপি/এমইউএ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন