আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

বালাগঞ্জে আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৯ ১০:১৮:৫৯

বালাগঞ্জ প্রতিনিধি :: বালাগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ সাংবাদিক লিয়াকত শাহ ফরিদী বলেছেন, শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। তিনি শনিবার(১৮আগস্ট) বিকালে কলেজে আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।

বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন কলেজের অধ্যাপক পার্থ সারথী চৌধুরী, অধ্যাপক ফয়জুল ইসলাম মাসুক, অধ্যাপক শ্রী অবিনাশ আচার্য্য, অধ্যাপক আব্দুল জলিল, অধ্যাপক প্রণয় কুমার পাল, আয়েশা মেমোরিয়াল ট্রাস্টের ট্রাস্টি মো. আব্দুর রব, যুবলীগ নেতা এডভোকেট ডা. গোলাম মোস্তফা বাচ্চু, সাপ্তাহিক কুশিয়ারা কূলের প্রকাশক হুসাইন আহমদ, ট্রাস্টের মহাসচিব মাহমুদ হোসেন মাছুম, প্রবাসী কমিউনিটি নেতা মো. শাহজাহান মিয়া। অনুষ্ঠানে ১৫জন শিক্ষার্থীকে নগদ অর্থ ও সনদ প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ১৯ আগস্ট ২০১৮/জেআরজে/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন