আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

বন বিড়ালটি বনে ফিরল

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-১৯ ১৬:১০:১৭

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজার শহরতলীর বর্ষিজোড়া এলাকায় খাবারের সন্ধানে লোকালয়ে এসে ধরা পরা বিরল প্রজাতির প্রাণী বন বিড়ালটি অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার সকালে বন বিড়ালটিকে ফাঁদে ফেলে আটক করেন এলাকাবাসী।

স্থানীয় আহমেদ নিয়াজ জানান, “বন বিড়ালটি বেশ কিছুদিন যাবৎ বর্ষিজোড়া এলাকার খামারের মুরগি চুরি করে খচ্ছিলো। তাই তারা অতিষ্ঠ হয়ে ফাঁদ পেতে এটিকে আটক করে খাঁচায় বন্দি করেন। এলাকাবাসী বন বিড়ালটিকে উদ্ধারের জন্য বন বিভাগকে খবর দেন। বিকেলে বনবিড়ালটি উদ্ধার করে বন বিভাগ।”

ওইদিন সন্ধ্যায় বর্ষিজোড়া ইকোপার্কে বনবিড়ালটি অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা আবু মুছা শামসুল মোহিত চৌধুরী, মোনায়েম হোসেন, তানিয়া খান প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৯ আগস্ট ২০১৮/অএফএম/এলএস

শেয়ার করুন

আপনার মতামত দিন