আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

সিলেটের ঈদবাজারে নেই ‘সেই সুর’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-২০ ০০:০২:৫১

জ্যেষ্ঠ প্রতিবেদক :: ঈদের বাকি মাত্র দুই দিন। কিন্তু সিলেটের ঈদবাজারে নেই তেমন ব্যস্ততা। নগরীর বিভিন্ন শপিংমলে ক্রেতাদের আনাগোনা খুব একটা নেই। ব্যবসায়ীরা বলছেন, গেল রোজার ঈদে শপিংয়ের যে ধুম ছিল, এই কোরবানির ঈদে সেই সুর দেখা যাচ্ছে না।

নগরীর বিভিন্ন শপিংমলের ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা গেছে, আসন্ন ঈদ-উল-আযহায় পোশাক, জুতা কিংবা গহনার বাজারে তেমন ব্যস্ততা নেই। প্রতি বছর রোজার ঈদকে কেন্দ্র করে বাজারে বাহারি নামের পোশাক বিক্রির ধুম পড়ে। কিন্তু এই কোরবানির ঈদে সেই চিত্র নেই। বাহারি নামের কোনো পোশাকও আসেনি বাজারে।

ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদে পোশাক কেনার প্রতি সাধারণ মানুষের খুব একটা ঝোঁক থাকে না। এই ঈদে মূলত পশু কোরবানির দিকেই থাকে সবার দৃষ্টি। তাই এই ঈদকে কেন্দ্র করে ব্যবসাও তেমন ভালো হয় না।

ব্যবসায়ীরা জানান, এবার কোরবানির ঈদে ক্রেতাদের আকর্ষণ করতে কাপড়, জুতায় ছাড় দেয়া হয়েছে। ব্র্যান্ড প্রতিষ্ঠানগুলোও ক্রেতা টানতে ৩০-৫০ শতাংশ পর্যন্ত মূলছাড় দিয়েছে। তবু পোশাক কিংবা জুতার বাজারে ক্রেতা সমাগম খুব একটা দেখা যাচ্ছে না। পোশাক বিক্রি কম থাকায় স্বাভাবিকভাবে গহনার দোকানগুলোতেও ভিড় নেই তরুণীদের। কেননা, পোশাক কিনলে তার সাথে মিলিয়ে গহনা কেনেন তারা।

নগরীর জিন্দাবাজারস্থ শুকরিয়া মার্কেটে সাফাত কসমেটিকসের মালিক দিলওয়ার হোসেন সিলেটভিউকে বলেন, ‘ব্যবসা মোটামুটি চলছে। ক্রেতাদের আনাগোনা কম।’

ড্রেস হাউজ এন্ড বেবি শপের মালিক জামাল মিয়া বলেন, ‘বাচ্চাদের পোশাক কিছুটা চলছে। কোরবানির ঈদে বড়রা কেনাকাটা না করলেও বাচ্চাদের জন্য কিনে থাকেন।’

ব্লু-ওয়াটার শপিং সিটির সাকসেস নামক কাপড়ের দোকানের পরিচালক ফয়সল আহমদ রুমন বলেন, ‘শার্ট, প্যান্ট এগুলো ভালো চলছে না। রোজার ঈদে ব্যবসায় যে ভালো সুর থাকে, এবার তা নেই।’

ব্যবসায়ীরা আশা করছেন, আজ সোমবার ও কাল মঙ্গলবার ঈদবাজারে ক্রেতা সমাগম কিছুটা বাড়তে পারে।

সিলেটভিউ২৪ডটকম/২০ আগস্ট ২০১৮/এমএইচআর/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন