আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

সিলেট নগরীতে অবৈধ পশুর হাট উচ্ছেদ করল ছাত্রলীগ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-২০ ০০:১৬:৩০

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর ব্যস্ততম জেলরোডে অবৈধভাবে স্থাপন করা পশুর হাট উচ্ছেদ করেছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

রবিবার রাত ৯ টার দিকে মহানগর ছাত্রলীগ নেতা এ. এইচ. মান্না ও ইন্তাজ মির্জার নেতৃত্ব প্রায় ৩০/৩৫ জন ছাত্রলীগ কর্মীরা অবৈধ পশুর হাটটি উচ্ছেদ করেন।

ইন্তাজ মির্জার সাথে কথা বললে তিনি জানান, সিলেটের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের যাতায়াতের গুরুত্বপূর্ণ সড়ক হচ্ছে জেলরোড সড়ক। কিন্তু একটি চক্র অার্থিক ফায়দা লাভের অাশায় এই রাস্তাতেই পশুর হাট বসিয়েছিল।

এ কারণে অাশেপাশের সবক'টি রাস্তায় সৃষ্টি হয় তীব্র যানজট। স্থানীয় ছাত্রলীগ নেতারা বিষয়টি বুঝতে পেরে জনগণের সুবিধার কথা চিন্তা করে হাট উচ্ছেদ করেন।

এসময় তাদের সাথে এলাকার মুরব্বি ও ব্যবসায়ীরাও ছিলেন। ছাত্রলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা আহমদ শাফি, তানভীর জামান, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমন আহমদ, তোফায়েল ইসলাম শিশু, সাকিব আহমদ, সপ্নীল, পারভেজ, রুবেল, শাওন, রুবেলসহ প্রমুখ।

এ ব্যাপারে কোতোয়ালি থানার অফিস ইনচার্জ (ওসি) মোশাররফ হোসেন বলেন, সিলেটে অবৈধভাবে যত পশুর হাট বসছে কোতোয়ালি থানা সেগুলো উচ্ছেদের পক্ষে। এবং এ ব্যাপারে তারা কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন।

জেলরোডে ছাত্রলীগের উচ্ছেদের নিয়ে তিনি বলেন, এ ব্যাপারে আমার কাছে কোন তথ্য নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।

সিলেটভিউ২৪ডটকম/২০অাগস্ট২০১৮/এমইউএ

শেয়ার করুন

আপনার মতামত দিন