আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

বড়লেখায় চুরি মামলায় যুবকের দুই বছরের কারাদন্ড

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-২০ ০০:২২:৩৩

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় চুরির মামলায় এক যুবককে দুই বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

রবিবার (১৯ আগস্ট) বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. হাসান জামান এ রায় দেন। দ-প্রাপ্ত আসামির নাম ফারুক আহমদ (২৫)। ফারুক বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের খড়মপুর গ্রামের মৃত রুবেল আহমদের পুত্র। রায়ের সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, ২০১৫ সালে ৫ অক্টোবর বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন-উর-রশীদের বাসায় চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় অধ্যক্ষ হারুন-উর-রশীদ বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা থানার এসআই আনোয়ার উল্লাহ তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত রোববার (১৯ আগস্ট) এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি গোপাল দত্ত গোপাল দত্ত। অন্যদিকে আসামী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট জিল্লুর রহমান।

সিলেটভিউ২৪ডটকম/২০ আগস্ট ২০১৮/এজেএল/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন