আজ শনিবার, ৩০ মার্চ ২০২৪ ইং

বিশ্বনাথে মুক্তিযোদ্ধাদেরকে শফিক চৌধুরীর উপহার সামগ্রী প্রদান

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-২০ ১৫:৪৮:০৪

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, মুক্তিযোদ্ধারা হচ্ছেন জাতির সূর্য সন্তান। জাতির শ্রেষ্ঠ সন্তানদের ঋন কখনও, কোন কিছুর মাধ্যমেই পরিশোধ করা যাবে না। তাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বাধীন সরকারে মুক্তিযোদ্ধাদেরকে তাঁদের প্রাপ্য সম্মান ও অধিকার দেওয়ার লক্ষে কাজ করে যাচ্ছে। তাছাড়া আওয়ামী লীগের নেতৃত্বে দেশ যেমন রয়েছে উন্নয়নের মহাসড়কে, তেমনি বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে মামলার রায় কার্যকর করে জাতিকে করবে কলঙ্কমুক্ত।

তিনি সোমবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা সদরস্থ সওজের ডাকবাংলা প্রাঙ্গনে নিজের ব্যক্তিগত উদ্যোগে ‘বীরমুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের’ মধ্যে ঈদের উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন।

সভার সভাপতির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের নেতৃত্বেই স্বাধীনতার প্রতিক নৌকায় ভোট দিয়ে শফিকুর রহমান চৌধুরীকে নির্বাচিত করে সিলেট-২ আসনটি প্রধানমন্ত্রীকে উপহার দিবেন এলাকাবাসী।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার, বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামসুদ্দোহা পিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওয়াহিদ আলী, ডেপুটি কমান্ডার রনজিত ধর রন মেম্বার, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আবদুল মতিন, শ্রম বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, কার্যনির্বাহী সদস্য রফিক হাসান মেম্বার, ফজর আলী মেম্বার, নাজমুল আলম চৌধুরী অপু, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহব্বত আলী, জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক আরান দে, উপজেলা যুবলীগ নেতা আবদুল হক, বিশ্বনাথ সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মনোহর হোসেন মুন্না, দৌলতপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি দবির মিয়া, যুবলীগ নেতা তৈমুছ আলী, এমদাদ হোসেন নাঈম, ফুলকাছ আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সিজিল মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি সুহেল আহমদ মুন্না, ছাত্রলীগ নেতা টিটু দাশ, আবিদুর রহমান আবিদ, মিয়াদ আহমদ, শিপন আহমদ, মারুফ আহমদ প্রমুখ’সহ আওয়ামী লীগ, অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।


সিলেটভিউ২৪ডটকম/২০ আগস্ট ২০১৮/পিবিএ/এসডি

@

শেয়ার করুন

আপনার মতামত দিন