আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

সিলেটে ঈদ জামাতে ‘শুধু জায়নামাজ’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৮-২০ ১৮:৫৩:০৮

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট মহানগরীতে ঈদ জামাতে শুধুমাত্র জায়নামাজ ছাড়া অন্য কোনো কিছু নেয়া যাবে না বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ। তিনি আরও জানিয়েছেন, নির্বিঘœ ও শান্তিপূর্ণ করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে পুলিশ।

সোমবার সকালে নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এ তথ্য জানান মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ।

শাহী ঈদগাহে সিলেটের প্রধান ও সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এবার সকাল সাড়ে ৮টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার পরিতোষ ঘোষ বলেন, যে কোন ধরনের নাশকতা ঠেকাতে ঈদগাহে শুধুমাত্র জায়নামাজ নিয়ে প্রবেশ করা যাবে। মুঠোফোন নিয়েও ঈদগাহে প্রবেশ করা যাবে না।

এ সময় মহানগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সিলেটভিউ২৪ডটকম/২০ আগস্ট ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন