আজ বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪ ইং

জালালাবাদে নকল পণ্য তৈরীর সরঞ্জামসহ আটক ১

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১০ ১৯:৫২:৩২

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর জালালাবাদ থানাধীন নোয়াপাড়াস্থ বন্ধন বি-৭/১নং বাসায় অভিযান চালিয়ে নকল পণ্য তৈরীর সরঞ্জামসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক দেলোয়ার হোসেন (৪৫) শ্রীমঙ্গলের ছুনগইড় গ্রামের মৃত আকবর আলীর ছেলে।

রবিবার এই অভিযান চালায় জালালাবাদ থানা পুলিশ।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেলোয়ার হোসেনকে আটক করা হয়।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, দেলোয়ারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানিয়েছেন, বাংলাদেশে FEVICOL Super Glue, বাসন মাঝার মাঝনি, বরিক পাউডার বাজারে ভালো দামে অনেক বেশী বিক্রি হয়। দেলোয়ার এসব পণ্যের লেভেল-চিহ্ন হুবুহু নকল করে প্রিন্ট দিয়ে নকল ফেভিকল সুপার গ্লু তৈরী করতেন। তিনি ম্যারাডোনা ০০২৮, এসিড বরিক, এমএম কেমিক্যাল, ঢাকা-বাংলাদেশ লেখাযুক্ত পলিথিনের প্যাকেটে নকল বরিক পাউডার ভরতেন। দীর্ঘদিন ধরে তিনি এ কাজ করে আসছিলেন।

এ ঘটনায় থানার এসআই দিবাংশু পাল বাদী হয়ে দেলোয়ার হোসেনকে আসামি করে মামলা করেছেন।

সিলেটভিউ২৪ডটকম/১০ সেপ্টেম্বর ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন