আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

লালদিঘীরপারে অভিযান, বড় অঙ্কের জরিমানা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১১ ১৭:১১:৩৫

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর লালদিঘীরপার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদফতর ও সিলেট জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে মঙ্গলবার দুপুরে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধ পলিথিন ব্যবহার ও বিক্রির দায়ে তিনটি দোকানকে সাড়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলতাফ হোসেন এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া।

অভিযানে অবৈধ পলিথিন বিক্রির দায়ে জাকির এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা, নিউ রাকা এন্টারপ্রাইজকে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া পলিথিনের মধ্যে খাবার সরবরাহের দায়ে ইউসুফ রেস্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ৫৩ কেজি পলিথিন জব্দ করে মোবাইল কোর্ট।

সিলেটভিউ২৪ডটকম/১১ সেপ্টেম্বর ২০১৮/আইএ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন