আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

নতুন করে আলোকিত হচ্ছে সিলেটের ২২ কিলোমিটার রাস্তা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ০৯:২৬:০৩

নিজস্ব প্রতিবেদক :: নতুন করে আলোকিত হচ্ছে সিলেটের ২২ কিলোমিটার রাস্তা। নগরীকে আলোকিত করতে নগরীজুড়ে বৈদ্যুতিক খাম্বা স্থাপন করার কাজ চলমান রয়েছে। ‘সোলার স্ট্রিটলাইট’ প্রজেক্টের আওতায় ১ হাজার ২২টি লাইট স্থাপন করা হবে। এর মধ্যে সোলার এলইডি ২ কিলোমিটারে ৮০টি এবং নন সোলার ২০ কিলোমিটারে ৯৪২টি লাইট স্থাপন হচ্ছে। ইতোমধ্যে নগরীর বিভিন্ন এলাকায় সোলার স্ট্রিট লাইট প্রজেক্টের কাজ এগিয়ে চলছে।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নুর আজিজ বলেন, নগরীর সোলার স্ট্রিট লাইট প্রজেক্টের কাজে দায়িত্বশীলদের বৈদ্যুতিক খাম্বা স্থাপনে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি ডিসেম্বরের মধ্যে নগরী সোলার স্ট্রিট লাইট প্রজেক্টের লাইট আলোকিত করবে।

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টম্বর ২০১৮/ইআ/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন