আজ বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথে আ’লীগ-ছাত্রলীগ নেতার পিতৃবিয়োগ, শোক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ১৩:২১:৪৪

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের পিতা উপজেলার জানাইয়া গ্রামের প্রবীন মুরব্বী আবদুল হক আর নেই। তিনি সোমবার দিবাগত ভোররাতে হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেটের একটি ক্লিনিকে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র, ১ কন্যা, নাতি-নাতনী’সহ অসংখ্যা আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মঙ্গলবার দুপুর ২টায় জানাইয়া ঈদগাহে অনুষ্ঠিত মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। জানাজার নামাজে ইমামতি করেন মোহাম্মদ আবদুল মালিক। মঙ্গলবার সন্ধ্যায় মরহুমের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান’সহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজার নামাজে উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, প্যানেল চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, জেলা খেলাফত মজলিসের সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল ওয়াদুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মজম্মিল আলী, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সহ দপ্তর সম্পাদক নূরুল হক মেম্বার, কার্যনির্বাহী সদস্য নিজাম উদ্দিন, উপদেষ্ঠা বশারত আলী বাছা, আওয়ামী লীগ নেতা বশির আহমদ, প্রবাসী শফিকুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আশিক আলী, ইউপি মেম্বার ফজর আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, যুবলীগ নেতা তৈমুছ আলী, তাজুল ইসলাম, জয়নাল আবেদীন, অ্যাডভোকেট সায়েদ আহমদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা শামীম আহমদ, বিশ্বনাথ নতুন বাজার বণিক কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ নবীন সোহেল, কমিশনার এমদাদ হোসেন নাঈম, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক ফয়জুল ইসলাম জয়, বর্তমান সহ সভাপতি সালমান রাব্বানী, যুগ্ম সম্পাদক রায়হান আহমদ, সাংগঠনিক সম্পাদক শেখ মোহন ছাত্রদল নেতা শাহ আমির উদ্দিন, নাজিম উদ্দিন, ছাত্রলীগ নেতা মিয়াদ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

আবদুল হক’র মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বিভিন্ন মহলের নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সভাপতি মজম্মিল আলী, বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আবদুল আজিজ সুমন, উপজেলা কৃষক লীগের সভাপতি ছুরাব আলী, সাধারণ সম্পাদক আবদুল হান্নান বদরুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি বদরুল আলম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য, যুগ্ম সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল প্রমুখ নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৮/পিবিও/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন