Sylhet View 24 PRINT

শাবিপ্রবিতে কারিকুলাম উন্নয়ন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ১৩:৪৭:৪৬

সিলেট :: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার কারিকুলামের উন্নয়ন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ কর্মশালায় সোমবার (১০ সেপ্টম্বর) শুরু হয়ে মঙ্গলবার শেষ হয়েছে। এ কর্মশালা আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা বিভাগ।

এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন- শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ফরিদ উদ্দীন আহমেদ। এতে রিসোর্স পারসন হিসেবে বক্তব্য রাখেন ঢাকা স্কুল অব ইকোনমিকসের অধ্যাপক ড. মোহাম্মদ মাহাবুব আলী। ব্যবসায় বিভাগের প্রধান অধ্যাপক মো. নজরুল ইসলাম, আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস সহ আরও অনেকে এতে বক্তব্য রাখেন।

শাহজালালা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফরিদ উদ্দীন বলেন, দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য খুবই দরকার। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। তারই একটি অংশ হলো এই প্রোগ্রাম।

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৮/প্রেবি/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.