আজ মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪ ইং

অবশেষে সরকারিকরণ হল তাহিরপুরের বাদাঘাট ডিগ্রি কলেজ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ১৯:৩৯:৪৯

তাহিরপুর প্রতিনিধি :: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ডিগ্রি কলেজ অনেক বাধা বিপত্তি ডিঙ্গিয়ে অবশেষে সরকারি করণ করা হয়েছে। বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ১২ আগস্ট ২৭১টি এবং ২৭ আগস্ট ৫টি বেসরকারি কলেজকে সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করা হয়। এ নিয়ে এ বছর ২৯০টি বেসরকারি কলেজ সরকারি করণ করা হয়েছে।
সূত্রে জানা যায়, এখন দেশে সরকারি কলেজ ও সমমানের প্রতিষ্ঠান সংখ্যা ৬১৭টি। এখন সরকারি হওয়া শিক্ষকদের অবস্থান, বদলি ও পদোন্নতি বিষয়গুলো নির্ধারণ করা হবে নতুন বিধিমালা অনুযায়ী।

বাদাঘাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ জুনাব আলী বিষয়টি নিশ্চত করে বলেছেন, বুধবার থেকে বাদাঘাট ডিগ্রি কলেজসহ সারা বাংলাদেশে আরো ১৪টি বেসরকারী কলেজ সরকারিকরণ করা হয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৮/এমএআর/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন