আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

জৈন্তাপুরে অভিযান চালিয়ে এস্কেভেটর জব্দ, জরিমানা অর্ধলক্ষ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১২ ১৯:৫০:৩০

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুর উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি এস্কেভেটর জব্দ এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ অাদালত৷

এলাকাবাসী সূত্রে জানা যায়- পাহাড় খেকো চক্রের সদস্যরা দীর্ঘদিন হতে উপজেলার বিভিন্ন স্থানের পাহাড় টিলা কর্তন করে আসছে৷ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৩টায় নিজপাট ইউনিয়নের সারীঘাট ডৌডিক গ্রামে সাবেক নিজপাট ইউপি সদস্য আব্দুল্লাহ মিয়ার বাড়ীতে পাহাড় কাটা হচ্ছে এমন সংবাদের ভিত্তিত্বে উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিমের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুনতাসির হাসান পলাশ এর নেতৃত্ব জৈন্তাপুর মডেল থানার এস আই হাবিবসহ সঙ্গীয় ফৌর্স নিয়ে অভিযান পরিচালনা করেন৷

এসময় পাহাড় কাটার দায়ে হরিপুর এলাকার কালা মিয়ার মালিকানাধীন এস্কেভেটরটি জব্দ করা হয়৷ পাহাড় কাটার দায়ে কর্তনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়৷

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) অভিযানের কথা স্বীকার করে প্রতিবেদককে জানান- গোপন সংবাদের ভিত্তিত্বে অামরা অভিযান পরিচালনা করি। পাহাড় কাটায় ব্যবহৃত এস্কেভেটর জব্দ করি এবং পাহাড় কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/১২ সেপ্টেম্বর ২০১৮/এমএইচ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন