আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

সিলেটে এক বছরে ১১৩৫ জনের আত্মহত্যা!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৩ ০০:১৯:১৩

সিলেট :: সুই (sui) অর্থ নিজেকে, সিডস (caeds) অর্থ হত্যা। অর্থাৎ আত্মহত্যা মানে নিজেকে নিজে খুন করা। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আশঙ্কাজনক হারে বেড়ে গেছে আত্মহত্যার সংখ্যা। সাধারণত দুভাবে আত্মহত্যা সংঘটিত হয়ে থাকে, যার অধিকাংশই পরিকল্পনার মাধ্যমে আত্মহত্যা করে। আর একটি তাত্ক্ষণিক উত্তেজনা বা তাড়নায় ইমপালসিভ আত্মহত্যা। পরিকল্পনাকারীদের মনে প্রথমে আত্মহত্যার ইচ্ছা জাগে, ইচ্ছার পর পরিকল্পনা করে, তার পর আত্মহত্যার জন্য অ্যাটেমপ্ট গ্রহণ করে। বড় ধরনের বিষণ্নতা রোগের শেষ পরিণতি হচ্ছে পরিকল্পনার মাধ্যমে আত্মহত্যা।

পরিসংখ্যানের তথ্য মতে, বিশ্বজুড়ে বর্তমানে গড়ে প্রতিদিন আত্মহত্যা করে প্রায় তিন হাজার মানুষ। প্রিয়জনের আত্মহত্যার যন্ত্রণার পেরেক বুকে ঠুঁকে নিয়ে ৬০ লাখেরও বেশি স্বজন ধুঁকে ধুঁকে পার করছে জীবন। জীবিত থেকেও মৃত তারা।

তথ্যানুসারে, ২০১৭ সালে বাংলাদেশে আত্মহত্যা করেছেন ১১,০৯৫ জন। অর্থাৎ প্রতিদিন গড়ে ৩০ জন মানুষ আত্মহত্যায় মারা যাচ্ছেন। এ বছর শুধু সিলেট বিভাগে ১১৩৫ জন আত্মহত্যা করেছেন।

এদের মধ্যে গলায় ফাঁস দিয়ে ৭০৫ জন, বিষপানে ৪২ জন এবং গায়ে আগুন দিয়ে ৪ জন আত্মহত্যা করেছেন।

বাংলাদেশ জার্নাল অব সাইকিয়াট্টিতে রিভিউ আর্টিকেল হিসেবে প্রকাশিত গবেষণাপত্র থেকে আরও দেখা যায়, ৩৭-৫৯% সুইসাইড ঘটেছে পারিবারিক সমস্যার কারণে।

সিলেটভিউ২৪ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৮/আরআই-কে

@

শেয়ার করুন

আপনার মতামত দিন