আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

বিশ্বনাথে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলে ‘লামাকাজী ইউপি’ চ্যাম্পিয়ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৩ ১৯:৫৯:৪৮

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার ধীতপুর গ্রামস্থ ‘প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে’ বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭)’র ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে লামাকাজী ইউনিয়ন ৪-২ গোলের ব্যবধানে অলংকারী ইউনিয়নকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সহযোগিতায় ও উপজেলা প্রশাসন আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। টুর্নামেন্টের সেরা খেরোয়াড় নির্বাচিত হয়েছেন আবু-বক্কর ফাহাদ (অলংকারী) ও সর্বোচ্চ গোলদাতা হয়েছে রাইসুল ইসলাম (লামাকাজী)।

উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মকদ্দছ আলীর সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার মোহাম্মদ আলী লিটন ও জুয়েল আহমদের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা-তুজ- জোহরা, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল, লামাকাজী ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এনামুল হক এনাম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, ইউপি মেম্বার শাহনেওয়াজ চৌধুরী সেলিম, ওদুদ মিয়া। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনীতিবীদ হাজী ফজলুর রহমান, আবদুর রব, সিরাজুল ইসলাম সিরাজ, জহির উদ্দিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য অসিত রঞ্জন দেব, সাংবাদিক রোহেল উদ্দিন, নবীন সোহেল, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সহ সভাপতি আক্তার হোসেন, কোষাধ্যক্ষ কাওছার আহমদ বাপ্পী, ক্রীড়ানুরাগী শিপন আহমদ, সেলিম মাহমুদ প্রমুখ ব্যক্তিবর্গ।

সিলেটভিউ২৪ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৮/পিবিএ/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন