Sylhet View 24 PRINT

সরকারি হলো সিলেটের আরো তিনটি বিদ্যালয়

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৩ ২০:৩৩:৫৯

সিলেটভিউ ডেস্ক :: সিলেট বিভাগের আরো তিনটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে।

এ বিষয়ে আজ বৃহস্পতিবার সরকারিকরণের আওতায় দেশের আরও ৪৪টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়কে তালিকাভূক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ নিয়ে দেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয় হলো ৫৩১।

সিলেট বিভাগের নতুন যে তিনটি বিদ্যালয়কে সরকারি করা হয়েছে সেগুলো হলো-সিলেটের গোয়াইনঘাট মডেল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের পাথারিয়া ছোটলিখা মডেল উচ্চ বিদ্যালয় (বড়লেখা) ও সুনামগঞ্জের জয়কলস উজানীগাঁও রশিদিয়া উচ্চ বিদ্যালয় (দক্ষিণ সুনামগঞ্জ)।

যেসব উপজেলায় সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ নেই, সেসব উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও একটি করে কলেজকে সরকারি করার সিদ্ধান্তের অংশ হিসেবে এসব প্রতিষ্ঠান সরকারি হচ্ছে।  এরই ধারাবাহিকতায় ৪৪টি বিদ্যালয় সরকারি হলো। 

সরকারি হওয়া বিদ্যালয়গুলোর শিক্ষকেরা অন্যত্র বদলি হতে পারবেন না।

সিলেটভিউ২৪ডটকম/১৩ সেপ্টেম্বর ২০১৮/শিম/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.