Sylhet View 24 PRINT

বড়লেখায় জুয়ার আসরে পুলিশের অভিযান, আটক ৫

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৩ ২১:৫৩:১৬

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের পানিদার এলাকায় জুয়ার আসরে অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

আটক হওয়া ব্যক্তিরা হলেন-পানিদার গ্রামের মৃত আলা উদ্দিনের ছেলে আলী হোসেন (৩২), আং লতিফের ছেলে নজরুল ইসলাম (২৫), খোকারামে করের ছেলে সুমন কর (২৫), সুনিল করের ছেলে আনন্দ কর (২২) ও ছিকামহল গ্রামের রাকিব আলীর ছেলে বাবর উদ্দিন (২৮)।

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) সুভ্রত কুমার দাস বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা (নম্বর-১১) করেছেন।  বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।  

থানা-পুলিশ সূত্র জানিয়েছে, বুধবার (১২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) সুভ্রত কুমার দাসের নেতৃত্বে পুলিশ পানিদার এলাকায় অভিযান চালায়। এ সময় প্রকাশ্যে অর্থের বিনিময়ে জুয়া খেলার অপরাধে ৫ জনকে আটক করে। তাদের কাছ থেকে নগদ টাকা উদ্ধার করা হয়।  

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াছিনুল হক বলেন, ‘মাদক ও জুয়ার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এসবের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।’

সিলেটভিউ/১৩ সেপ্টেম্বর ২০১৮/এজেএল/পিডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.