আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ওসমানীনগর পূজা উদযাপন পরিষদের বিভেদ মেটাতে পারলোনা প্রশাসন!

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৩ ২২:১৮:৩২

ওসমানীনগর প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিছুর রহমানের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় সনাতন ধর্মলম্বীদের সর্ববৃহৎ অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গা পূজায় নিরাপত্তা এবং বিবেদমান দুই কমিটির নেতৃবৃদের মধ্যে সমঝোতার মাধ্যমে সরকারি বরাদ্দ বন্টনের জন্য পূজা মন্ডপের তালিকা চাওয়া হয়। এসময় মতপার্থক্য থাকায় উপজেলা প্রশাসনের নিজ উদ্যোগে প্রতি পূজামন্ডপে সরকারি বরাদ্দ বন্টন করা হবে বলে জানানো হয়।

বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পূজা উদযাপন পরিষদের বিবেদমান দুই কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাবেক সাধারণ সম্পাদক আব্দাল মিয়া, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, উপজেলা মাধ্যমিক শিক্ষাকর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, থানার তদন্ত কর্মকর্তা মাঈন উদ্দিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক আহবায়ক সত্যেন্দ্র কুমার পাল কানু, সাবেক আহবায়ক সদস্য ভাষ্কর দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র দেব, সাধারণ সম্পাদক চয়ন পাল, শিক্ষক প্রতিনিধি অজিত পাল, মনোজ দাশ পুরকায়স্ত, অজয় দেব প্রমুখ।

প্রসঙ্গত, ওসমানীনগর উপজেলা প্রশাসনিক কার্যক্রম ও পূজা উদযাপন পরিষদ গঠন হওয়ার পর থেকে উপজেলা পূজা পরিষদ প্রতি মন্ডপে সরকারী বরাদ্দ বন্টন করে আসছিলেন। এবছর পূজা উদযাপন পরিষদে বিভেদ থাকায় উপজেলা প্রশাসন নিজ থেকে সরকারি বরাদ্দ বন্টন করবেন।

সিলেটভিউ/১৩ সেপ্টেম্বর ২০১৮/আরপি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন