আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

অধ্যাপক হলেন সিলেটের ১৭ শিক্ষক

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৪ ০০:০৬:৩৫

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট বিভাগের ১৭ সহযোগী অধ্যাপককে অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তন্মধ্যে ছয়জনই সিলেট এমসি কলেজের শিক্ষক। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফাতেমা তুল জান্নাত স্বাক্ষরিত সিলেট বিভাগের ১১ শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ জন সহযোগী অধ্যাপক পদমর্যাদার শিক্ষককে অধ্যাপক পদে পদোন্নতি দেয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তরা হলেন- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মো. নজমুল হক এবং সিলেট সরকারি এমসি কলেজের মো. হুমায়ুন কবির চৌধুরী, ইতিহাস বিষয়ে এমসি কলেজের নুরে ফারহানা বেগম, সিলেট মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ওএসডি, মাউশিতে সংযুক্ত) আব্দুল মান্নান খান ও সিলেট আলিয়া মাদরাসার উপাধ্যক্ষ ড. মোহাম্মদ ইকবাল মাহমুদ, গণিত বিষয়ে এমসি কলেজের মো. আনোয়ার হোসেন চৌধুরী, দর্শন বিষয়ে সিলেট সরকারি মহিলা কলেজের মো. মছব্বির চৌধুরী, প্রাণিবিদ্যা বিষয়ে হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের মো. নজরুল ইসলাম ভুঁইয়া ও এমসি কলেজের গণেশ চন্দ্র রায় চৌধুরী, রসায়ন বিষয়ে এমসি কলেজের শাহ বদরুল আলম ও মো. ইসলাম উদ্দিন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে বিয়ানীবাজার সরকারি কলেজের মারুফা বেগম, সমাজকল্যাণ বিষয়ে সিলেট সরকারি মহিলা কলেজের মো. জামালুর রহমান, হিসাববিজ্ঞান বিষয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের মো. ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারী কলেজের মো. ইমাম উদ্দিন ও সুনামগঞ্জ সরকারি কলেজের মো. শামসুল আলম, শিক্ষা (টিটিসি) বিষয়ে সিলেট সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজের মো. আরিফ হাসান চৌধুরী পদোন্নতি।

সিলেটভিউ২৪ডটকম/১৪ সেপ্টেম্বর ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন