Sylhet View 24 PRINT

কাউন্সিলর আজাদের উদ্যোগে জার্সি বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৪ ১৮:১৬:০২

সিলেট :: সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বলেছেন, খেলাধুলা মানুষকে সৃজনশীল করে। সুস্বাস্থ্যের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই।

সিলেটের ব্যাডমিন্টন খেলোয়াড়দের প্রশংসা করে তিনি বলেন, এখন দেশের ব্যাডমিন্টনে সিলেটের খেলোয়াড়রাই নেতৃত্ব দিচ্ছে। যথাযথ পৃষ্ঠপোষকতা পেলে দেশের ব্যাডমিন্টন খেলাকে আরো অনেক দূর এগিয়ে নেয়া সম্ভব। এজন্য তিনি সমাজের বিত্তশালী ক্রীড়ানুরাগীদের এগিয়ে আসার আহ্বান জানান।

বৃহস্পতিবার রাতে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স ইনডোরে সিলেট সিটি করপোরেশনের ২০নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদের উদ্যোগে ‘সামার ন্যাশনাল (র‌্যাংকিং) ব্যাডমিন্টন টুর্নামেন্টে’ অংশগ্রহণকারী খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

কাউন্সিলর আজাদুর রহমান আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর পুলিশের উপ কমিশনার (সদর দপ্তর) কামরুল আমিন, অতিরিক্ত উপ কমিশনার সুজ্ঞান চাকমা, অতিরিক্ত উপ কমিশনার বিভূতি ভূষন ব্যানার্জ্জী, সহকারি পুলিশ কমিশনার প্রবাস কুমার সিংহ, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল, যুক্তরাজ্যের ওয়েস্ট হ্যামসটেড ওয়ার্ডের কাউন্সিলর পুষ্টিবীদ নাজমা রহমান।

ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা’র সাবেক সাধারণ সম্পাদক ও এ্যামেচার ব্যাডমিন্টন খেলোয়াড় মঈন উদ্দিন মনজুর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি মঈন উদ্দিন, আন্তর্জাতিক ম্যাচ আম্পায়ার জহর চৌধুরী বাবু, জেলা ব্যাডমিন্টন কমিটির সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, বিভাগীয় ব্যাডমিন্টন কমিটির সভাপতি কামরান আহমদ, চৌকস ব্যাডমিন্টন একাডেমির পরিচালক মঞ্জুর আল মামুন, সিলেট ব্যাডমিন্টন একাডেমির পরিচালক শিব্বির আহমদ, জেলা ব্যাডমিন্টন কমিটির সদস্য চন্দ্রশেখর বদর, জেলা ক্রিকেট কমিটির সদস্য আবদুল কাদির, ন্যাশনাল ব্যাডমিন্টন খেলোয়াড় এনামুল হক, জামিল আহমদ দুলাল, সিলেট জেলা দলের সাবেক ফুটবলার আজাদুর রহমান চঞ্চল, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সভাপতি ছদরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক, সিলেট ইউনাইটেড ক্লাবের ম্যানেজার পলাশ মিয়া প্রমুখ।

আগামী ২০ সেপ্টেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে ‘সামার ন্যাশনাল (র‌্যাংকিং) ব্যাডমিন্টন টুর্নামেন্ট’। এতে সিলেট থেকে অংশগ্রহণকারী খেলোয়াড় ও এ্যামেচার খেলোয়াড়সহ ৭০ জনকে জার্সি প্রদান করা হয়।

সিলেটভিউ২৪ডটকম/ ১৪ সেপ্টেম্বর ২০১৮/ প্রেবি/ শাদিআচৌ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.