Sylhet View 24 PRINT

টিলাগড়ে সড়ক অবরোধ, যানজট, ভোগান্তি

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৭ ১৭:৫২:৩৭

জ্যেষ্ঠ প্রতিবেদক :: সিলেট নগরীর টিলাগড় এলাকায় টিলাগড়-আম্বরখানা সড়ক অবরোধ করেছে সিএনজি অটোরিকশা শ্রমিকরা। এক অটোরিকশা চালককে মারধরের অভিযোগে সোমবার বিকাল ৫টার দিকে সড়ক অবরোধ করে তারা। এই অবরোধের ফলে টিলাগড়-আম্বরখানা সড়কের উভয় দিকে যানজটের সৃষ্টি হয়েছে। চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

সিএনজি অটোরিকশা শ্রমিকদের অভিযোগ, সোমবার বিকাল ৪টার দিকে টিলাগড় থেকে যাত্রী নিয়ে আম্বরখানা যাচ্ছিলেন শাহীন নামের এক অটোরিকশা চালক। পথিমধ্যে ইলেকট্রিক সাপ্লাই এলাকায় আজাদ নামের এক ‘সন্ত্রাসী’ অটোরিকশা আটকে চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে শাহীনকে মারধর ও অটোরিকশা ভাঙচুর করেন তিনি। আহত শাহীনকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অবরোধকারী শ্রমিকরা জানান, চালকের ওপর হামলা ও অটোরিকশা ভাঙচুরের ঘটনায় শ্রমিকরা অভিযোগ দিতে শাহপরান থানায় যায়। সেখান থেকে পুলিশ বলে, যে এলাকায় ঘটনা ঘটেছে, সে এলাকা বিমানবন্দর থানাধীন। তখন শ্রমিকরা বিমানবন্দর থানায় গেলে পুলিশ ঘটনাস্থল শাহপরান থানাধীন বলে জানায়। উভয় থানায় গিয়েও কোনো প্রতিকার না পেয়ে ক্ষুব্ধ হয়ে টিলাগড়-আম্বরখানা সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

শ্রমিকদের দাবি, ইলেকট্রিক সাপ্লাই এলাকার ‘সন্ত্রাসী’ মোশতাক ও তার অনুসারী আজাদকে গ্রেফতার করতে হবে।

বর্তমানে ঘটনাস্থলে শাহপরান থানা পুলিশের সদস্যরা রয়েছেন। তারা শ্রমিকদের নিবৃত্ত করে অবরোধ সরিয়ে দিতে চেষ্টা চালাচ্ছেন।

এ বিষয়ে কথা বলতে শাহপরান থানার ওসি আখতার হোসেনকে ফোন দেয়া হলে তিনি ‘মিটিংয়ে আছেন’ বলে জানান।

সিলেটভিউ২৪ডটকম/১৭ সেপ্টেম্বর ২০১৮/পিডি/আরআই-কে

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.