Sylhet View 24 PRINT

বিয়ানীবাজারে বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ ফুটবল টুর্ণামেন্টে বিজয়ী লাউতা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৮ ০০:৫২:০২

সুফিয়ান আহমদ, বিয়ানীবাজার :: বিয়ানীবাজারে বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাথিউরা ইউনিয়নকে হাঁরিয়ে বিজয়ী হয়েছে লাউতা ইউনিয়ন অনুর্ধ-১৭ ফুটবল দল। আজ (সোমবার) বিকেলে পৌরশহরের ঐতিহ্যবাহী পিএইচজি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত টুর্ণামেন্টের ফাইনাল খেলায় নির্ধারীত সময়ে ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারে গড়ায় খেলা। এরপর টাইব্রেকারে ৩-০ গোলে মাথিউরাকে হারিয়ে বিজয়ী হয় লাউতা।

এদিকে ফাইনাল খেলা উপলক্ষ্যে নির্ধারিত সময়ের পূর্বেই উভয় টিমের দর্শকরা মাঠে আসতে শুরু করেন। একপর্যায়ে কাঁনায় কাঁনায়পূর্ণ হয়ে যায় দর্শক গ্যালারি। হাজারো দর্শকের উল্লাস আর ক্ষুদে এই খেলোয়াড়দের ফাইনাল এ খেলা উপভোগ করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল হাছিব মনিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আরিফুর রহমান, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল হক, মাথিউরা ইউপি চেয়ারম্যান সিহাব উদ্দিন, লাউতা ইউপি চেয়ারম্যান গৌছ উদ্দিন, শিক্ষামন্ত্রীর একান্ত সহকারী সচিব দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এবাদ আহমদ, বিয়ানীবাজার নিউজ ২৪ সম্পাদক আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার বার্তা সম্পাদক ছাদেক আজাদ, সম্ভাবনা সম্পাদক ধারাভাষ্যকার মাছুম আহমেদ, বিয়ানীবাজার জার্নালিষ্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ সুফিয়ান আহমদ, কালের কন্ঠ প্রতিনিধি শিপার আহমেদ পলাশ, জালালাবাদ প্রতিনিধি তোফায়েল আহমদসহ আরো অনেকে।

উপজেলা ক্রীড়া সংস্থা’র ব্যবস্থাপনায় আয়োজিত এই টুর্ণামেন্টের ফাইনাল খেলার প্রথমার্ধের মধ্য সময়ে প্রতিপক্ষ মাথিউরার গোল মুখে বল পেয়ে হেড করে বল জালে জড়ান লাউতার কামিল। এরপরও আরো দুইটি সুযোগ তৈরী করলেও গোল করতে পারেনি লাউতা। খেলার প্রথমার্ধে প্রতিপক্ষের চেয়ে ভাল ও পরিচ্ছন্ন ফুটবল উপহার দিয়েছিলো সোনাই নদীর তীরবর্তী লাউতা ইউনিয়ন দল। দ্বিতীয়ার্ধে গোল শোধ করতে মরিয়া হয়ে উঠে মাথিউরা। একপর্যায়ে নির্ধারিত সময়ের শেষাংশে গোল পরিশোধ করলে খেলা টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-০ গোলে জয়ী হয়ে বঙ্গবন্ধু অনুর্ধ-১৭ প্রথম চ্যাম্পিয়ন হয়েছে লাউতা ইউনিয়ন অনুর্ধ-১৭ ফুটবল দল।

খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স দলের অধিনায়ক, টিম ম্যানেজারের হাতে ট্রফি তুলে দেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ সেপ্টেম্বর ২০১৮/এসএ/ডিজেএস

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.