Sylhet View 24 PRINT

ওসমানীর জন্মশত বার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৮ ০৯:৩৩:৫৮

সিলেট :: বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক, সাবেক সেনাবাহিনী প্রধান, বীর মুক্তিযোদ্ধা, লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ বীর প্রতীক বলেছেন, বঙ্গবীর ওসমানী শুধু সিলেটের গৌরব নয়, তিনি সারাদেশের গৌরব। তাঁর রেখে যাওয়া আদর্শ জাতি কৃতজ্ঞতার সাথে স্মরণ করবে। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন, সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদ। নতুন প্রজন্মের কাছে বঙ্গবীর ওসমানীর বীরত্বগাথা ইতিহাস তুলে ধরতে হবে। তবেই তাদের মধ্যে দেশপ্রেম জাগ্রত হবে। তিনি বঙ্গবীর ওসমানীর যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের আহবান জানান। তিনি খেলার আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
 
মহান মুক্তিযুদ্ধের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর জন্মশত বার্ষিকী উদযাপন কমিটি সিলেটের উদ্যোগে ও বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সার্বিক ব্যবস্থাপনা সোমবার(১৭ সেপ্টেম্বর) বিকেলে ওসমানী নগর উপজেলার দয়ামীরস্থ বঙ্গবীর জেনারেল এম.এ.জি ওসমানীর পৈত্রিক ভুমিতে ‘বঙ্গবীর ওসমানী আমন্ত্রণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের সভাপতি সৈয়ীদ আহমদ বহলুল সভাপতিত্বে ও পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব ও সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ-’৭১ এর সিলেট বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল), সহ সভাপতি মারিয়ান চৌধুরী, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকরাম আলী, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মহি উদ্দিন আহমদ, মহিলা কমিটির সভাপতি শামসুন নাহার মিনু, সাধারণ সম্পাদিকা হাসনা হেনা চৌধুরী, ফোরামের বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল গফুর খালিছাদার, রাজনীতিবিদ আখতারুজ্জামান চৌধুরী জগলু, দক্ষিণ সুনামগঞ্জের দুর্গাপাশা ইউপি চেয়ারম্যান মো. মনির আলী, শিক্ষাবিদ ড. এনামুল হক সরদার, সমাজসেবক অরুণোদয় পাল ঝলক, শিক্ষাবিদ বদরুল আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা সানাওয়ার আহমদ, প্রবাসী আব্দুল ওয়াদুদ, সিরাজ আলী, ক্রীড়া সংগঠক চঞ্চল পাল, খালেদ আহমদ, আব্দুস সালাম প্রমুখ।

সানজানা ইলেভেন স্টার লাউতলা, জগন্নাথপুর ৫-৪ গোলে ট্রাইব্রেকারে ব্যারিস্টার সাইদুল হক ফুটবল একাডেমী চুনারুঘাট, হবিগঞ্জকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন সানজানা ইলেভেন স্টারের সুজন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয়েছেন বঙ্গবীর ওসমানী স্পোর্টিং ক্লাব দয়ামীরের অপু চৌধুরী।

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন মিল্লাত আহমদ চৌধুরী, সহকারী- মো আছাব আলী ও ময়নুল ইসলাম। ধারাভাষ্যে ছিলেন জুয়েল আহমদ নূর, আলী হোসেন রানা ও রুহুল আমীন। অনুষ্ঠানের প্রধান অতিথিকে বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ সিলেটের পক্ষ থেকে সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।
 
জাতীয় সংগীতের মাধ্যমে ফাইনাল খেলা শুরু হয়। অনুষ্ঠানে সদ্য প্রয়াত সিলেট-২ আসনের সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা শাহ আজিজুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

পরে সাবেক সেনাপ্রধান বীর মুক্তিযোদ্ধা, লে. জেনারেল (অব.) হারুন অর রশীদ বীর প্রতীক বঙ্গবীর জেনারেল মুহম্মদ আতাউল গণি ওসমানীর পৈত্রিক বাড়ী পরিদর্শন করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮সেপ্টম্বর২০১৮/প্রেবি/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.