Sylhet View 24 PRINT

দুর্ঘটনা এড়াতে সচেতনতার বিকল্প নেই: সহকারী পুলিশ সুপার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৮ ১৪:১০:৪৬

নিজস্ব প্রতিবেদক, গোয়াইনঘাট :: সিলেটের গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম বলেছেন, সকল প্রকার দুর্ঘটনা এড়াতে সচেতনার বিকল্প নেই। ট্রাফিক আইন সম্পর্কে প্রত্যেক শ্রমিকদের ধারণা থাকতে হবে। দক্ষ চালক না হওয়া পর্যন্ত গাড়ী ড্রাইভিং থেকে বিরত থাকতে হবে।

তিনি মঙ্গলবার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে গাড়ী চালকদের ট্রাফিক আইন ও সক্ষমতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রশিক্ষনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি এম.এ মতিন, যুগ্ম-সম্পাদক মো. আলী হোসেন, উপজেলা পরিষদের সি.এ লুৎফুর রহমান।

উপজেলা ইউডিএফ রায়হান কবির পলাশ দিনব্যাপি প্রশিক্ষনের মূল প্রশিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন করেন।

এসময় শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাক শ্রমিক সমিতির সহ-সভাপতি শরিফ উদ্দিন,ইমা লেগুনার সভাপতি জাহাঙ্গীর আলম,অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি শেরগুল আহমদ। প্রশিক্ষনে বিভিন্ন প্রকার যানবাহনের শতাধিক চালকগন উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম/১৮ সেপ্টেম্বর ২০১৮/এমএএম/এসডি

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.