আজ বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ইং

গোলাপগঞ্জের এলবি গ্রীণ ফ্লাওয়ার স্কুলে ডিজিটালাইজেসন বিষয়ে সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৮ ১৭:৩৯:১৫

সিলেট :: গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দে অবস্থিত এল বি গ্রীণ ফ্লাওয়ার প্রাইমারী এন্ড হাইস্কুলে মঙ্গলবার ডিজিটালাইজসনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক আলতাফুর রহমান টিপু এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইতালী প্রবাসী চন্দ রত্নময়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্কুলের প্রতিষ্ঠাতা হাফিজুর রহমান তারেক।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হাইস্কুল শাখার সহকারী শিক্ষক মোয়াজ্জেম আনাম, প্রাইমারি শাখার প্রধান শিক্ষক মুজিবুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সহকারী প্রধান শিক্ষক সুমন আহমদ, সহকারী শিক্ষক নোমান আহমদ, শহিদুল ইসলাম, কামরুল হাসান, ইমরান আহমদ, সেলিনা বেগম, নাসিমা আক্তার কলি প্রমুখ। এছাড়াও শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি চন্দ রত্নময় এল বি গ্রীণ ফ্লাওয়ার প্রাইমারী এন্ড হাইস্কুলকে ডিজিটালাইসেন করার জন্য নগদ ৬০ হাজার টাকা প্রদান করেন এবং ভবিষ্যতে আরো সাহায্য-সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন।



সিলেটভিউ২৪ডটকম/১৮ সেপ্টেম্বর ২০১৮/প্রেবি/এসডি

শেয়ার করুন

আপনার মতামত দিন