আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

পাথর ব্যবসায়ী সমিতি কানাইঘাট শাখার নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৮ ২০:১৯:৩৬

কানাইঘাট প্রতিনিধি :: বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতি, কানাইঘাট শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টায় কানাইঘাট খেওয়াঘাট বাসস্ট্যান্ডে সমিতির কার্যালয়ে প্রতীক বরাদ্দ করা হয়।

সমিতির সাবেক সভাপতি বিশিষ্ট পাথর ব্যবসায়ী শফর আলীর সভাপতিত্বে ও পাথর ব্যবসায়ী এনামুল হকের পরিচালনায় প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা।

৯টি পদে পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১৯জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন। আগামী ২৬ সেপ্টেম্বর সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতীক বরাদ্ধে সভাপতি পদে হাবিব আহমদ(চাকা), আব্দুল মালিক মানিক(ছাতা), সহ-সভাপতি পদে আব্দুল মালিক(ঘড়ি), আব্দুন নূর(মাছ), সাধারণ সম্পাদক পদে হাজী জসিম উদ্দিন(ডাব), বাবুল আহমদ(আনারস), মখলিছুর রহমান(চেয়ার), সহ-সাধারণ সম্পাদক পদে ময়নুল হক(ফ্যান), এনামুল হক(মোমবাতি), দপ্তর সম্পাদক পদে আব্দুল মুমিন(গোলাপ ফুল), আমিনুল ইসলাম(মোবাইল ফোন), রুহুল আমিন(কলম), কোষাধ্যক্ষ পদে আব্দুল মজিদ(প্রজাপতি), এবাদুর রহমান হেলাল(মোটরসাইকেল) এবং সদস্য পদে বাহার উদ্দিন(মই), ফয়েজ আহমদ(ফুটবল)ও ফখর উদ্দিন(আম)প্রতীক পেয়েছেন।

এসময় উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিশিষ্ট পাথর ব্যবসায়ী ফরিদ উদ্দিন ডিলার, নুরুল আমিন, এনামুল হক, কানাইঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক আব্দুন নূর, ক্রীড়া-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রশিদ সহ পাথর ব্যবসায়ী ও স্থানীয় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বাংলাদেশ পাথর ব্যবসায়ী সমিতির ঐতিহ্যবাহী প্রাচীনতম কানাইঘাট শাখার নির্বাচন ঘিরে পাথর ব্যবসায়ীদের মধ্যে উৎসব মূখর পরিবেশ বিরাজ করছে। নির্বাচনে তালিকাভূক্ত সমিতির ৬৯জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ সেপ্টেম্বর ২০১৮/এমআর/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন