আজ শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ ইং

এলইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের রক্তদান কর্মসূচী সম্পন্ন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৮ ২০:৪০:৪১

এলইউ প্রতিনিধি :: সিলেটের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটিতে এলইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে রক্তদান এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী সম্পন্ন হয়েছে।

কর্মসূচীটি মঙ্গলবার কামালবাজারস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের ২য় একাডেমিক ভবনের গ্যালারী-১ এ বেলা ১১টায় পালিত হয়েছে।

এ কর্মসূচীতে সার্বিক সহযোগীতায় ছিল মেডিসিন ক্লাব - এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিট।

অনুষ্ঠানের শুরুতেই রক্তদানের উপর একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে। এ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মেজর (অবসরপ্রাপ্ত) মোঃ শাহ আলম পিএসসি। আরো উপস্থিত ছিলেন মেডিসিন ক্লাব - এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক সাদিয়া মারজান।

ক্লাব সভাপতি রাহিম আহমেদ শাকিল তাঁর অভিব্যাক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘যারা আজকে রক্তদান করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। রক্তদান একটি মহৎ সেবা। আমাদের ক্লাবের ব্লাড ডোনেশন শাখার মাধ্যমে আমরা সব সময়ই মানুষকে সাহায্য করার চেষ্টা করি। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

আজকের এ কর্মসূচিতে স্বেচ্ছায় রক্তদান করেন ১৮ জন শিক্ষার্থী এবং প্রায় শতাদিক শিক্ষার্থী রক্তের গ্রুপ নির্ণয় করেন।

সিলেটভিউ২৪ডটকম/১৮ সেপ্টেম্বর ২০১৮/ইবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন