আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৮ ২৩:৫৭:১৫

সিলেট :: দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের আকিলশাহ বাজারে কুলঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বক্তারা বলেন দিরাই-শাল্লার আওয়ামী লীগ একটি চক্রের কাছে বন্দী তাদের কাছ থেকে আওয়ামী লীগকে মুক্ত করতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ঐক্যবদ্ধ অাওয়ামী লীগের বিজয় কেউ ঠেকাতে পারবে না। দিরাই-শাল্লা অাওয়ামী লীগের ত্যাগী নেতা কর্মীরা অাজ ঘরে বসে অাছে। বিএনপি-জামাত থেকে অাসা দলছুটরা অাওয়ামী লীগ চালায়। এ অবস্থা চলতে দেয়া যায় না। অাওয়ামী লীগ ক্ষতিগ্রস্থ হলে হাইব্রিড অাওয়ামী লীগারদের কিছু হবে না, অামাদের রক্তক্ষরণ হবে। এ জন্য সবাইকে নিয়ে মূল অাওয়ামী লীগকে অাগে সংগঠিত করতে হবে। সারা দেশে সরকারের উন্নয়নের জোয়ারে বইছে কিন্ত এই দিরাই-শাল্লার মানুষ আজও অবহেলিত। তাই আগামীতে দিরাই-শাল্লার উন্নয়ন ত্বরান্বিত করতে পরিবর্তন প্রয়োজন। লুটতরাজ মুক্ত দিরাই-শাল্লা অাওয়ামীলীগ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তনের আওয়াজ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে হবে।

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে আকিলশাহ বাজার কমিটির সভাপতি তৈয়িবুর রহমানের সভাপতিত্বে এবং কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সহ সভাপতি হোসাইন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট অবনী মোহন দাস, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সদস্য ও দিরাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলতাফ উদ্দিন, সিলেট মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সিলেট ‘ল’ কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি এবং সিলেট কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট সামছুল ইসলাম।

এছাড়াও বক্তব্য রাখেন- যুক্তরাজ্য জাতীয় শ্রমিকলীগের কার্যকরী সভাপতি শামসুল হক চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, উপ প্রচার সম্পাদক হুমায়ুন রশিদ লাভলু, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আবু আবদুল্লাহ চৌধুরী মাসুদ, দিরাই উপজেলা যুবলীগ নেতা মকসুদ আলম, সিলেট জেলা যুবলীগ নেতা জহিরুল ইসলাম জুয়েল, আওয়ামীলীগ নেতা আব্দুল মোতালিব চৌধুরী, রফি নগর ইউপি যুবলীগের সভাপতি মাহবুবুল আলম সোহেল , সিলেট মহানগর বঙ্গবন্ধু একাডেমীর সাধারণ সম্পাদক রেজুয়ান আহমদ, সিলেট শাবি ছাত্রলীগের সহ সভাপতি বিজিত রায় দাস, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান, সাবেক ইউপি সদস্য রবিউল ইসলাম মান্না,সিলেট মহানগর ছাত্রলীগ নেতা আকিল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা ফয়েজ আহমদ, দিরাই উপজেলা যুবলীগ নেতা আবাবুর রহমান, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা রুহুল আমিন শুভ, দিরাই উপজেলা ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাত, কুলঞ্জ ইউনিয়ন পরিষদের সদস্য আঙ্গুর মিয়া, সুহেল রানা,কুলন্জ ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি জসিম উদ্দীন ,স্বেচছাসেবকলীগ নেতা আকরাম হোসেন,ছাত্রলীগ সভাপতি জুবেদ আলম, যুবলীগের রিপন মিয়া প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/১৮ সেপ্টে্বের ২০১৮/প্রেবি/ডিজেএস

শেয়ার করুন

আপনার মতামত দিন