Sylhet View 24 PRINT

ওসমানী বিমানবন্দর থেকে সাড়ে ৪ কেজি স্বর্ণের বার উদ্ধার

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৯ ১৩:০৮:১১

নিজস্ব প্রতিবেদক :: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি  থেকে আসা একটি ফ্লাইট থেকে ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা। এসময় বিমানের যাত্রী সিলেট নগরীর শেখঘাট এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র জাহিদ মিয়া কে আটক করা হয়।
 
বুধবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-২২৮ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা।
 
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়- বুধবার সকালে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি থেকে আসা বিমানের একটি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। গোপন তথ্যের ভিত্তিতে যাত্রীরা নেমে যাওয়ার পর বিমানে তল্লাশি চালিয়ে একটি ১০/এ নম্বর সিটের নিচে লুকায়িত অবস্তায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়। যার ওজন ৪ কেজি ৬৪০ গ্রাম।

সিলেট কাস্টমস এক্সাইস ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার নেয়াজুর রহমান জানান, এই অবৈধ সোনার সঙ্গে জড়িত বিমানের যাত্রী জাহিদ মিয়া কে আটক করে বিমান বন্দর থানায় সোপর্দ করা হয়েছে। এবং উদ্ধার কৃত স্বর্ন বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর এর প্রক্রিয়া চলছে। জব্দকৃত স্বর্ণের দাম প্রায় ২ কোটি টাকা।

সিলেটভিউ২৪ডটকম/১৯সেপ্টম্বর২০১৮/শাদিচৌআ/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.