আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

এমসি কলেজে সেমিনার: ‘বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জনে স্রষ্টাকে ভুলা যাবে না’

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-১৯ ২১:২০:৩১

সিলেটভিউ ডেস্ক :: সিলেট এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ বলেছেন বিজ্ঞানে শ্রেষ্ঠত্ব অর্জন করতে গিয়ে স্রষ্টাকে ভুলা যাবে না। কারন স্রষ্টা আগে বিজ্ঞান পরে। তিনি আরো বলেন, প্রফেসর আজিজুর রহমান লস্করের ‘পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক জ্ঞান’ বিষয় প্রবন্ধে এ বিষয়টি  সুন্দর করে উপস্থাপন করা হয়েছে। আশা করা যায় তার প্রকাশিত বইয়ে আরো বিশদ আলোচনা থাকবে। এরকম প্রবন্ধ মানুষকে  বিজ্ঞানমনস্ক করতে উৎসাহিত করবে।

তিনি বুধবার সিলেট এমসি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগ আয়োজিত বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর আজিজুর রহমান লস্করের ‘পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক জ্ঞান’ বিষয় সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এমসি কলেজ উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর নেছাওর মিয়ার সভাপতিত্বে ও সহকারি অধ্যাপক শাহনাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর আজিজুর রহমান লস্কর।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাজহারুল ইসলাম চৌধুরী।

আরো বক্তব্য রাখেন সিলেট এমসি কলেজ ইংরেজি বিভাগের প্রধান প্রফেসর শফিউল আলম, দর্শন বিভাগের প্রধান প্রফেসর আহমদ আতিকুর রহমান, ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর নুরে ফারহানা বেগম, রসায়ন বিভাগের প্রধান প্রফেসর ইসলাম উদ্দিন, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান প্রফেসর মাহমুদুল হাসান, প্রানিবিদ্যা বিভাগের প্রধান গনেশ চন্দ্র রায় চৌধুরী, নলেজ হারবার স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক কবি নাজমুল আনসারী প্রমুখ।

সিলেটভিউ/১৯ সেপ্টেম্বর ২০১৮/ডেস্ক/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন