আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

বিশ্বনাথ ব্লাড সোসাইটি’র স্টিকার-লিফলেট বিতরণ

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২০ ২২:৪৭:৩৬

নিজস্ব প্রতিবেদক, বিশ্বনাথ :: ‘মনের ভয় দূর করুন, স্বেচ্ছায় রক্তদান করুন’ স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছায় রক্ত দানে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ও সাধারণ মানুষের মধ্যে স্টিকার-লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ‘বিশ্বনাথ ব্লাড সোসাইটি’ নামের একটি সামজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত কার্যক্রমের উদ্বোধন করেন করেন রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর।

কার্যক্রমের উদ্বোধনের পর বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে প্রায় ৩ হাজার স্টিকার-লিফলেট বিতরণ করার মাধ্যমে সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহবান জানানো হয়।

বিশ্বনাথ ব্লাড সোসাইটির আহবায়ক শামীম আহমদের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবদুল বাতিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফাহিমা ইয়াসমিন, প্রধান সহকারী আবদুল জলিল, স্যানেটারী ইন্সপেক্টর অলীদ গোবিন্দ, বিশ্বনাথ বন্ধুসভার সভাপতি ডা. প্রবীর কান্তি দে পিংকু, বাঁচাও বাসিয়া ঐক্যপরিষদের আহবায়ক ফজল খান, সাংবাদিক বদরুল ইসলাম মহসিন, হেলথ কেয়ারের প্রতিনিধি কামরুজ্জামান, বিমল কুমার পাল, সেলিনা বেগম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠক আবদুল হক, রফিক মিয়া, শাহ বোরহান আহমদ রুবেল, রাসেল আহমদ, কামরান হোসাইন, মাসুদ আহমদ, আবিদুর রহমান আবিদ, শিপন মিয়া, একে রাজু, কামরুল ইসলাম, ইমরান আহমদ, রিয়াদ মিয়া, বিশ্বনাথ ব্লাড সোসাইটি’র সদস্য শফিক রুহিন, আবদুল করিম, রিপন মিয়া, ইমরান আহমদ, জাবেদ আহমদ, শিপন মিয়া, আলামিন আহমদ, কয়েছ মিয়া, শাকিব আহমদ, রিমা বেগম, সালমান আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২০ সেপ্টেম্বর ২০১৮/পিবিএ/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন