Sylhet View 24 PRINT

চট্টগ্রামের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ শুরু

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২১ ১৯:৩৮:৪৬

সিলেটভিউ ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগী লাইনচ্যুত হওয়ার প্রায় ৫ ঘণ্টাপর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের ট্রেন চলাচল শুরু হয়েছে।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৬টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে, দুপুর ১টার দিকে উপজেলার ইমামবাড়ি স্টেশনের আউটারে মালবাহী ট্রেনের ইঞ্জিন ও একটি বগী লাইনচ্যুত হয়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনের ইঞ্জিন ও বগী উদ্ধারের জন্য আখাউড়া রেলওয়ে জংশনের লোকেশেড থেকে একটি ও লাকসাম থেকে আরেকটি উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বিকাল পৌনে ৬টার দিকে দুর্ঘটনাকবলিত ইঞ্জিন ও বগী উদ্ধার করার পর এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

সিলেটভিউ২৪ডটকম/২১সেপ্টেম্বর ২০১৮/এমইচআর

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.