আজ বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪ ইং

ফাইনালে বিশ্বনাথ, প্রতিপক্ষ কানাইঘাট

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২১ ২০:২৮:৪৪

সিলেট :: ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনূর্ধ্ব-১৭)-২০১৮’ এর সিলেট জেলা পর্যায়ে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল ম্যাচে বিয়ানীবাজার উপজেলা বনাম বিশ্বনাথ উপজেলার মধ্যকার নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র হয়। পরে টাইব্রেকারে বিশ্বনাথ উপজেলা ৩-২ গোলে বিয়ানীবাজার উপজেলাকে হারিয়ে ফাইনাল উন্নীত হয়।

এদিন দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে দক্ষিণ সুরমা উপজেলা বনাম কানাইঘাট উপজেলার মধ্যকার নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ড্র হয়। পরে টাইব্রেকারে কানাইঘাট উপজেলা ৩-২ গোলে দক্ষিণ সুরমা উপজেলাকে হারিয়ে বিজয়ী হয়ে ফাইনাল উন্নীত হয়।

সেমিফাইনাল শুরুর পূর্বে খেলোয়াড়দের সাথে পরিচিত হন সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী সদস্য বিজিত চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী আরিফুর রহমান, বিশ্বনাথ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদার, দক্ষিণ সুরমা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মাহমুদ, বিয়ানীবাজার পৌরসভার মেয়র আব্দুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, আব্বাস উদ্দিন এডভোকেট, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ সিরাজ উদ্দিন, জেলা ক্রীড়া অফিসার আল আমিন, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সমর চৌধুরী, মোহনবাগান স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন হেলাল, সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারি বিপুল চন্দ্র তালুকদার প্রমুখ।

টুর্নামেন্টের ফাইনাল খেলা শনিবার বিকাল ৪টায় মধ্যকার আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা উপভোগে ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও টুর্ণামেন্ট কমিটির আহবায়ক সন্দ্বীপ কুমার সিংহ।

সিলেটভিউ২৪ডটকম/২১ সেপ্টেম্বর ২০১৮/আরআই-কে

শেয়ার করুন

আপনার মতামত দিন