আজ শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ ইং

দক্ষিণ সুরমায় শৈলেশ করের শোকসভা অনুষ্ঠিত

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২১ ২১:৫১:৩২

সিলেট :: বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার কো-চেয়ারম্যান শৈলেশ কুমার কর এর শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকাল তিনটায় দক্ষিণ সুরমার শিববাড়ী মন্দির প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।

শোকসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সাধারন সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য্য।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সুবল চন্দ্র পালের সভাপতিত্বে এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নন্দন চন্দ্র পাল ও  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সাধারন সম্পাদক প্রভাষক নিরুপম চক্রবর্ত্তী শুভ্রর যৌথ পরিচালনায় সভায় গীতা থেকে পাঠ করেন কৈলেন্দ্র কুমার দাশ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর আজম খান, যাত্রিক ট্রেভেলস্ এর স্বত্তাধিকারী আব্দুল জব্বার জলিল, মাউসি সিলেট এর সহকারী পরিচালক অধ্যাপক প্রতাপ চৌধুরী,  হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি এড. মৃত্যুঞ্জয় ধর ভোলা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি এড. নিরঞ্জন কুমার দে, সাবেক সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য অধ্যাপক রজত কান্তি ভট্টাচার্য্য, বর্তমান সাধারন সম্পাদক এড. রঞ্জন ঘোষ,  ২৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারন সম্পাদক ছয়েফ খান, পূজা পরিষদের দক্ষিণ সুরমার সাবেক সভাপতি মনোরঞ্জন পাল, প্রদীপ কুমার দে, শৈলেন কুমার কর, বাংলাদেশ  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মনমোহন দেবনাথ, দক্ষিণ সুরমা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি ঝন্টু কুমার দে, সাবেক সাধারন সম্পাদক অরিন্দম দাস হাবলু, ঐক্য পরিষদের সাবেক সাধারন সম্পাদক অধ্যাপক প্রদীপ বর্ধন, সর্বানন্দ ভৈরব গ্রীবা মহাপীঠ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট প্রতাপ চন্দ্র নাথ, সাধারন সম্পাদক এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ২৭ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক বিনেশ কর দুলু,  জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ-সভাপতি প্রদীপ কুমার কর, যুগ্ম-সম্পাদক মিন্টু দাস, বিরেশ কর ময়না, উজ্জল রঞ্জন চন্দ, ঐক্য পরিষদের  সাংগঠনিক সম্পাদক অপন দাস, মহামায়া পূজা কমিটির সভাপতি যশোদা রঞ্জন যশু, সাধারন সম্পাদক পিনাক কর, ছাত্র যুব ঐক্য পরিষদের জেলা শাখার সাধারন সম্পাদক সুবিনয় মল্লিক প্রমুখ।

শোকসভায় প্রয়াত শৈলেষ করের ছেলে সজল কর ও মেয়ে নমিতা কর বক্তব্য রাখেন।

সিলেটভিউ২৪ডটকম/২১ সেপ্টেম্বর ২০১৮/প্রেবি/পিডি

শেয়ার করুন

আপনার মতামত দিন