Sylhet View 24 PRINT

গোলাপগঞ্জ পৌরসভা উপ-নির্বাচন: ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন ৪ মেয়র প্রার্থী

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২২ ০৯:২৭:১১

এনামুল হক এনাম, গোলাপগঞ্জ :: গোলাপগঞ্জ পৌরসভা মেয়র পদে উপ-নির্বাচনের আর মাত্র ১১দিন বাকি। ২১হাজার ৬শ ৩২জন ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন ৪ জন মেয়র প্রার্থী।

এদিকে ১৮ সেপ্টেম্বর প্রতীক বরাদ্ধের পর থেকে প্রার্থীরা হুমড়ি খেয়ে পড়েছেন ভোটারদের দ্বারে-দ্বারে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রার্থী সমর্থকদের মাঝে বাড়ছে উদ্বেগ উৎকন্ঠা। নিজেদের সমর্থিত প্রার্থীকে বিজয় নিশ্চিত করতে রাত দিন বিরামহীন ভাবে চলছে ভোট প্রার্থনা।

পৌরসভা এলাকার বাহিরে থাকা আত্মীয় স্বজনরা এসে ভোট প্রার্থনা করছেন নিজের পছন্দের প্রার্থীর জন্য। সময় যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী আমেজ। প্রতিদিন দেখা যাচ্ছে একই এলাকায় একে একে করে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের বিশাল বহর নিয়ে গ্রামের এক রাস্তা দিয়ে এক প্রার্থী অপর রাস্তা দিয়ে আরেক প্রার্থী এমনকি কোন সময় দেখা যায় ৩জন প্রার্থী একই গ্রামে নির্বাচনী গনসংযোগ করছেন। তখন ওই এলাকা হাজার হাজার মানুষে ভরপুর হয়ে উঠেন। তবে এখন পর্যন্ত কোন রকম গোলযোগের ঘটনার খবর পাওয়া যায় নি। সবকিছু মিলিয়ে পুরো পৌর এলাকা জুড়ে চলছে নির্বাচনী এক অন্যরকম আমেজ।

পৌরসভায় মোট পুরুষ ভোটার রয়েছেন ১০হাজার ৯শ ৫৮জন এবং মহিলা ভোটার ১০হাজার ৬শ ৭৪জন। মোট ওয়ার্ড রয়েছে ৯টি। ভোট কেন্দ্র ৯টি, ভোট কক্ষ ৫৯টি।

পৌরসভার ১নং ভোটকেন্দ্র হচ্ছে গোলাপগঞ্জ সরকারী এমসি একাডেমী স্কুল ও কলেজ, এবং এ ওয়ার্ডে মোট ভোটার ২১শ ৯৬জন। ২নং ভোটকেন্দ্র ২নং ফুলবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভোটার সংখ্যা ২৩শ ৮৫জন। ৩নং ভোটকেন্দ্র ঘোষঁগাও মাদ্রাসা, ভোটার সংখ্যা ১৭শ ৪২জন। ৪নং ভোটকেন্দ্র হাজী জছির আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়-ভোটার সংখ্যা ২১শ ৮৪জন। ৫নং ভোটকেন্দ্র দাড়িপাতন সরকারী প্রাথমিক বিদ্যালয়-ভোটার সংখ্যা ২৫শ ৬৯জন। ৬নং ভোটকেন্দ্র ঘোগারকুল সরকারী প্রাথমিক বিদ্যালয়-ভোটার সংখ্যা ২৫শ ৮৯জন। ৭নং ভোটকেন্দ্র রণকেলী ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়-ভোটার সংখ্যা ২৮শ ৫১জন। ৮নং ভোটকেন্দ্র কোয়ালিটি স্কুল উপজেলা কমপ্লেক্স-ভোটার সংখ্যা ২৬শ ৮জন। ৯নং ভোটকেন্দ্র সৈয়দ তানভীর হোসেন সরকারী প্রাথমিক বিদ্যালয়- ভোটার সংখ্যা ২৫শ ৮জন।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু (নৌকা) প্রতীক, জেলা বিএনপির সহ-সভাপতি স্বতন্ত্র প্রার্থী মহিউস সুন্নাহ চৌধুরী নার্জিস (নারকেল গাছ), যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম রাবেল (জগ), পৌর বিএনপির সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন (মোবাইল) প্রতীক নিয়ে লড়ছেন।

প্রসঙ্গত, বিএনপির প্রার্থী পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক রাজু আহমদ চৌধুরীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় গোলাপগঞ্জ পৌরসভার উপ-নির্বাচনে বিএনপির কোন প্রার্থী নেই।

উল্লেখ্য সাবেক মেয়র সিরাজুল জব্বার চৌধুরী ৩১ মে মারা যাওয়ার পর ১ মাস ১১দিন পর ১১ জুলাই মেয়র পদটি শূন্য ঘোষণা করা হয়। স্থানীয় সরকার মন্ত্রনালয় এ পদটি শূন্য ঘোষণা করার পর সোমবার (৩সেপ্টেম্ভর) এ উপ-নির্বাচনের তফশীল ঘোষণা করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/২২ সেপ্টেম্বর ২০১৮/এএইচএ/এসডি/আআ

সম্পাদক : মো. শাহ্ দিদার আলম চৌধুরী
উপ-সম্পাদক : মশিউর রহমান চৌধুরী
✉ sylhetview24@gmail.com ☎ ০১৬১৬-৪৪০ ০৯৫ (বিজ্ঞাপন), ০১৭৯১-৫৬৭ ৩৮৭ (নিউজ)
নেহার মার্কেট, লেভেল-৪, পূর্ব জিন্দাবাজার, সিলেট
Developed By - IT Lab Solutions Ltd.