আজ শনিবার, ২০ এপ্রিল ২০২৪ ইং

কানাইঘাটের বড়চতুল ইউপি আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন

সিলেটভিউ টুয়েন্টিফোর ডটকম, ২০১৮-০৯-২২ ০৯:৫৫:৫৬

কানাইঘাট প্রতিনিধি :: সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও (বিশ্বনাথ-বালাগঞ্জ) আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী বলেছেন আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে দলীয় কোন্দল ও সকল মতভেদ ভুলে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, দলের তৃণমূল থেকে আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনকে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, সিলেট- ০৫, (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের নেতা কর্মীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। তারা আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী চায়। (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সকল ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের আওয়ামীলীগের নেতা কর্মীরা দাবী তুলেছেন তারা নৌকা প্রতীকের প্রার্থী চায়। সেই দাবীটি মেনে নেওয়ার জন্য সর্বস্থরের নেতাকর্মীদের সাথে একমত হয়ে আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জোর দাবী জানান তিনি। শফিকুর রহমান চৌধুরী শুক্রবার(২১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় কানাইঘাট উপজেলার ৫নং বড়চতুল ইউপি আওয়ামীলীগের কার্যালয় উদ্বোধন পরবর্তী চতুল বাজার মাঠে আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

৫নং বড়চতুল ইউপি আওয়ামীলীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মুবশ্বির আলী (চাচাই) এর সভাপতিত্বে ও বড়চতুল ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া আলম জামিল ও জাহেদুল ইসলাম রুবেলের যৌথ পরিচালনায় উক্ত সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের আইনজীবী সমিতির সিলেট বিভাগের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মোস্তাক আহমদ, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সাতঁবাক ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ পলাশ, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের আহবায়ক সাবেক মেয়র লুৎফুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যক্ষ সিরাজুল ইসলাম, যুগ্ম আহবায়ক রফিক আহমদ, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, শ্রী রিংকু চক্রবর্তী, কানাইঘাট পৌর আওয়ামীলীগের আহবায়ক জামাল উদ্দিন, ব্যবসায়ী ও জাপা নেতা কিউ এম ফররুখ আহমদ ফারুক প্রমূখ।
 
সমাবেশে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা আওয়ামীলীগের সদস্য জাকির হোসেন জাকারিয়া, আব্দুর রশীদ মেম্বার, শাহীন উদ্দিন, আলিম উদ্দিন মেম্বার, আব্দুল লতিফ, বড়চতুল ইউপি আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান বাবুল, সহ-সভাপতি আফতাব উদ্দিন মেম্বার, শ্রী হরিপদ শর্মা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম কবুতর, উপজেলা যুবলীগ নেতা মীর মোহাম্মদ আব্দুল্লাহ, নাজমুল ইসলাম, দুলাল আহমদ, কামাল আহমদ, এনামুর রহমান, নজরুল ইসলাম, গ্রীস যুবলীগের যুগ্ম আহবায়ক লোকমান আহমদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জুবেল আহমদ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক দেলওয়ার শিকদার, উপজেলা ছাত্রলীগ নেতা আফতাব উদ্দিন, শাহীদুল ইসলাম পারুল, রুহুল আমীন, রায়হান আহমদ, বিশ্বজীৎ, জামিল আহমদ, শাকিল আহমদ, আদিল আহমদ প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/২২ সেপ্টেম্বর ২০১৮/এইউ/আআ

@

শেয়ার করুন

আপনার মতামত দিন